রোহিত শর্মা। —ফাইল চিত্র
ভারতীয় দলের অন্দরে কি মতের মিল হচ্ছে! অধিনায়কের পরিকল্পনা মেনে নিতে পারছেন না ক্রিকেটারেরা! বাংলাদেশ ম্যাচের আগে রোহিত শর্মা ও শুভমন গিলের পরস্পরবিরোধী মন্তব্য তেমনই ইঙ্গিত দিচ্ছে। অধিনায়কের মতের সঙ্গে মিলছে না তাঁর সতীর্থের কথা।
বাংলাদেশ ম্যাচের আগে সঞ্চালকদের সঙ্গে কথা বলার সময় শুভমন বলেন, ‘‘পুণের মাঠ ছোট। উইকেটও খুব ভাল। তাই আমরা চেষ্টা কর বড় রান করতে। তা হলে পরে বোলারদের সুবিধা হবে। বড় রান করার জন্য মাঝের ওভারে আমাদের ভাল জুটি করতে হবে।’’ শুভমনের কথা থেকে পরিষ্কার, টস জিতলে প্রথমে ব্যাট করার পরিকল্পনা করেছেন তাঁরা।
কিন্তু তার পরেই টস হারেন রোহিত। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের পরিবর্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে রোহিতকে যখন সঞ্চালক প্রশ্ন করেন ভারত অধিনায়ক বলেন, ‘‘টস জিতলে প্রথমে আমরা বল করতাম। যে পরিকল্পনায় সাফল্য পাচ্ছি, সেই পরিকল্পনা কেন বদল করতে যাব?’’ রোহিতের কথা থেকে বোঝা যাচ্ছে, টস জিতলে প্রথমে বল করারই পরিকল্পনা করেছিলেন তাঁরা। তা হলে শুভমন কেন প্রথমে ব্যাট করার কথা বললেন?
কোন দল কোন ম্যাচে কী করতে চায় তা আগে থেকে ঠিক করে তারা। টস জিতলে কোন সিদ্ধান্ত নেওয়া হবে সেটাও আগে থেকে ঠিক করা থাকে। ভারতীয় দলেও সেটাই হওয়ার কথা। তা হলে কেন রোহিত ও শুভমন কেন পরস্পরবিরোধী কথা বললেন? তা হলে কি ম্যাচের আগে অধিনায়কের সঙ্গে বাকিদের কথা হচ্ছে না? না কি আলোচনার পরেও মতের মিল হচ্ছে না তাঁদের!