Rinku Singh

বিয়ে পাকা হওয়ার পর বাবাকে পাঁচলাখি উপহার রিঙ্কুর, কী দিলেন ভারতীয় ক্রিকেটার

রিঙ্কু সিংহের বিয়ে পাকা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তার মধ্যেই এ বার বাবাকে উপহার দিলেন ভারতীয় ক্রিকেটার। উপহার পেয়ে খুশি রিঙ্কুর বাবা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২২:১৭
cricket

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

শিরোনামে রিঙ্কু সিংহ। তাঁর বিয়ে পাকা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এ বার বাবাকে উপহার দিয়েছেন ভারতীয় ক্রিকেটার। উপহার পেয়ে খুশি রিঙ্কুর বাবা।

Advertisement

রিঙ্কুর বাবা খানচন্দ সিংহ গ্যাসের সিলিন্ডার ডেলিভারির কাজ করে সংসার চালিয়েছেন। এখন সেই কাজ না করলেও গ্যাস এজেন্সিতে কাজ করেন তিনি। রিঙ্কু বাবাকে একটি স্পোর্টস বাইক উপহার দিয়েছেন। তার দাম ৫ লক্ষ টাকা। সেই বাইকে চেপে কাজে গিয়েছেন খানচন্দ। পুত্রের কাছে উপহার পেয়ে তিনি কতটা খুশি তা তাঁর মুখের হাসি থেকেই পরিষ্কার।

রিঙ্কু অবশ্য এখন কলকাতায়। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে এসেছেন তিনি। খেলতে আসার আগে হয়তো বাবাকে বাইক উপহার দিয়েছেন রিঙ্কু। পাশাপাশি নতুন বাড়িও কিনেছেন তিনি। রিঙ্কুর সেই বিলাসবহুল বাড়ির ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে রিঙ্কুর। টি-টোয়েন্টি সিরিজ় শেষে বিয়ের তারিখ পাকা হতে পারে। প্রিয়ার বাবা তুফানি সরোজ এ কথা জানিয়েছেন। তিনি নিজেও তিন বারের সাংসদ। তুফানি বলেছেন, “শেষ বার যখন রিঙ্কুর পরিবারের সঙ্গে কথা হয়েছিল তা ইতিবাচক ছিল। ওদের বিয়ে নিয়ে কথা চলছে। প্রিয়া এবং রিঙ্কু একসঙ্গে বসিয়ে তারিখ ঠিক করা হবে। আগামী লোকসভা অধিবেশন এবং টি-টোয়েন্টি সিরিজ় শেষ হওয়ার পর সেটা সম্ভব হবে। তখনই বিয়ের তারিখ ঠিক করা হবে।”

বৃহস্পতিবার আলিগড়ে ছিলেন তুফানি। সেখানে তিনি রিঙ্কুর বাবার সঙ্গে কথা বলেন। তুফানি বলেছেন, “প্রিয়ার এক বন্ধুর বাবা ক্রিকেটার ছিলেন। সেই সূত্রেই রিঙ্কু এবং প্রিয়ার দেখা হয়। অনেক দিন ধরেই ওরা একে অপরকে চেনে। দুই পরিবার রাজি থাকলে ওরা বিয়ের প্রস্তুতি শুরু করবে বলে জানিয়েছিল।” সেই প্রস্তুতিই শুরু হবে এ বার।

Advertisement
আরও পড়ুন