রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনকে আবার আক্রমণ করলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় স্পিনারের মতে, ভারতীয় দলকে নিয়ে ভুল কথা বলেছেন ভন। গত কয়েক বছরে বিশ্বের অন্যতম সফল দল ভারত। আইসিসি ট্রফি জেতা দিয়ে সাফল্যের হিসাব করা উচিত নয় বলেই মনে করেন তিনি।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টেস্ট সিরিজ় চলাকালীন ভন ভারতের সমালোচনা করে জানিয়েছিলেন, গত কয়েক বছরে ভারত আইসিসি ট্রফি জিততে পারেনি। তাই তাদের ব্যর্থই বলা যায়। এই মন্তব্য ভাল ভাবে নেননি অশ্বিন। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ভারত হারানোর পরে একটি ইউটিউব ভিডিয়োয় নিজের কথা বলেছেন অশ্বিন।
ভারতীয় স্পিনার বলেন, ‘‘ভারত প্রথম টেস্টে হারার পরে ভন বলেছে আমরা নাকি বড় প্রতিযোগিতায় ব্যর্থ হই। হ্যাঁ, অনেক বছর আমরা আইসিসি ট্রফি জিততে পারিনি। আমরা নিজেদের ক্রিকেটের অন্যতম বড় শক্তি বলে মনে করি। বিদেশের মাটিতে অন্যতম সফল দল আমরা। গত কয়েক বছরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় আমরা সাফল্য পেয়েছি।’’
ভনের মন্তব্যের পরে ভারতের বেশ কয়েক জন বিশেষজ্ঞও রোহিত শর্মাদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদেরও সমালোচনা করেছেন অশ্বিন। তিনি বলেন, ‘‘ভনের মন্তব্যের পরে আমাদের দেশের অনেক বিশেষজ্ঞও আমাদের ব্যর্থ বলেছেন। আমার সে কথা শুনে হাসি পাই। পুরো ছবিটা দেখুন। যদি পরিস্থিতি বদলে যেত তা হলে কী হত? যদি প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করত তা হলে ওরাও ৬৫ রানে অল আউট হয়ে যেতে পারত। তাই কোনও দলকে ব্যর্থ বলার আগে পুরো ছবিটা দেখুন।’’