শতরানের পর নীতীশ রেড্ডি। ছবি: পিটিআই।
গোটা সিরিজ়েই ভাল খেলছিলেন। মেলবোর্নে সবাইকে ছাপিয়ে গেলেন নীতীশ কুমার রেড্ডি। চাপের মুখে তাঁর লড়াকু শতরান ভারতকে স্বস্তি এনে দিল। ফলো-অন বাঁচানোই নয়, নীতীশের শতরান যেন ভারতের পাল্টা বার্তা। এমসিজিতে শতরান করে তিনটি নজিরও গড়ে ফেলেছেন নীতীশ।
১) এমসিজিতে আট নম্বর বা তারও নীচে নেমে সবচেয়ে বেশি রান। ১২২ বছরের নজির ভেঙে দিয়েছেন তিনি। আগের নজির ছিল অস্ট্রেলিয়ার রেজিনাল্ড আলেকজ়ান্ডার ডাফের। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৪ রান করেছিলেন। এ ছাড়া অস্ট্রেলিয়া জেএম গ্রেগরি এবং আরআর লিন্ডওয়ালের ১০০ করে রান রয়েছে। নির্দিষ্ট আট নম্বরে নেমে অস্ট্রেলিয়ার মিচেল জনসন ২০১২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ৯২ রান করেছিলেন।
২) ভারতীয় হিসাবে আট বা তার নীচে নেমে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ রান। এর আগের রেকর্ড ছিল অনিল কুম্বলে। অ্যাডিলেডে ২০০৮ সালের সফরে ৮৭ রান করেছিলেন তিনি। এ ছাড়া রবীন্দ্র জাডেজা, কিরণ মোরে, শার্দূল ঠাকুর এবং রবিচন্দ্রন অশ্বিনের ৫০-এর উপরে রান রয়েছে। তবে ভারতের কেউ আগে শতরান করতে পারেননি।
৩) ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে বক্সিং ডে টেস্টে শতরান। মাত্র ২১ বছর ২১৬ দিন বয়স নীতীশের। অস্ট্রেলিয়ায় গিয়ে তৃতীয় কনিষ্ঠতম ভারতীয় হিসাবে শতরান করেছেন। তবে বক্সিং ডে টেস্টে এত কম বয়সে কোনও ভারতীয়ের শতরান ছিল। আগের নজির ছিল বীরেন্দ্র সহবাগের। ২০০৩ সফরে ১৯৫ রান করেছিলেন তিনি। তখন সহবাগের বয়স ছিল ২৫ বছর ৬৭ দিন। সচিন তেন্ডুলকর ২৫ বছর ২৪৬ দিন বয়সে শতরান করেছিলেন। কোহলি করেছিলেন ২৬ বছর ৫১ দিন বয়সে।