IPL 2025 Auction

আইপিএল নিলামের মাঝেই বিতর্ক, প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অলরাউন্ডার

আইপিএলে দলের পরিচালন সমিতির সঙ্গে ক্রিকেটারের মতানৈক্যের ঘটনা ঘটে প্রায়ই। তবে দু’পক্ষই এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন না। কৃষ্ণাপ্পা গৌতম তা না করে নিজের পুরনো দল পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিষোদ্গার করলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৯:০১
পঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্টা।

পঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্টা। — ফাইল চিত্র।

আইপিএলে দলের পরিচালন সমিতির সঙ্গে ক্রিকেটারের মতানৈক্যের ঘটনা ঘটে প্রায়ই। তবে দু’পক্ষই এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন না। চুপ থাকেন। কৃষ্ণাপ্পা গৌতম তা করলেন না। নিজের পুরনো দল পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিষোদ্গার করলেন তিনি। জানালেন, নিলামে দল তাঁকে কিনলেও ১০০ শতাংশ দেবেন না।

Advertisement

এক সাক্ষাৎকারে কর্নাটকের অলরাউন্ডার জানিয়েছেন, পঞ্জাব তাঁকে যেন না নেয় সেই প্রার্থনা করছেন। বলেছেন, “পঞ্জাব কিংসের হয়ে কখনও খেলতে চাই না। ওদের সঙ্গে পুরনো অভিজ্ঞতা মোটেই ভাল নয়। আরও অনেক জিনিস রয়েছে যার সঙ্গে ক্রিকেটের সে ভাবে যোগ নেই। ক্রিকেটার হিসাবে এমন আচরণ কারও থেকে আশা করতে পারি না।”

তিনি আরও বলেছেন, “যে দলের হয়েই খেলি না কেন, নিজের ১০০ শতাংশ দিই। মাঠের মধ্যে তার বেশি দিই। কোনও কিছুই নিজের মধ্যে রাখি না। তবে পঞ্জাব আমাকে দলে নিলে কোনও মতেই ১০০ শতাংশ দেব না।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গৌতম নিলামের টেবিলে ওঠেননি। তবে আইপিএলে খুব একটা খারাপ খেলেননি তিনি। ৩৬ ম্যাচে ২১ উইকেট রয়েছে। ২৪৭ রান করেছেন তিনি। অতীতে পঞ্জাব ছাড়াও রাজস্থান, চেন্নাই এবং লখনউয়ের হয়ে খেলেছেন।

আরও পড়ুন
Advertisement