IPL 2025 Auction

পন্থকে বেশি টাকা দিয়ে ফেলেছি! ২৭ কোটিতে ঋষভকে কিনে বললেন লখনউ-মালিক গোয়েন্‌কা

২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। কেনার পরে আফসোস দলের মালিক সঞ্জীব গোয়েন্‌কার। পন্থকে বেশি টাকা দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ২০:৪০
cricket

ঋষভ পন্থকে (বাঁ দিকে) কিনে কি আফসোস হচ্ছে দলের মালিক সঞ্জীব গোয়েন্‌কার? —ফাইল চিত্র।

ঋষভ পন্থকে কিনে কি হাত কামড়াচ্ছেন সঞ্জীব গোয়েন্‌কা? ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। কেনার পরে আফসোস দলের মালিক গোয়েন্‌কার। পন্থকে বেশি টাকা দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি।

Advertisement

পন্থকে ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করে ধরে রাখতে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু গোয়েন্‌কা এমন একটি দর হাঁকান যা দেওয়া সম্ভব ছিল না দিল্লির পক্ষে। ফলে পন্থ যান লখনউয়ে। পন্থের জন্য আগে থেকেই ঝাঁপানোর পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু এত টাকা দিতে হবে ভাবেননি। গোয়েন্‌কা বলেন, “আমাদের পরিকল্পনায় পন্থ ছিল। আমরা ওর জন্য প্রায় ২৬ কোটি টাকা ধরে রেখেছিলাম। কিন্তু একটু বেশি টাকা দিয়ে ফেলেছি। কিন্তু ওর মতো ক্রিকেটারকে পেয়ে আমরা খুশি।”

পন্থকে পেয়ে তাঁদের দলের শক্তি বাড়ল বলেই মনে করেন গোয়েন্‌কা। তিনি বলেন, “পন্থ দুর্দান্ত ক্রিকেটার। একা ম্যাচ জেতাতে পারে। ও দলের জন্য খেলে। এখন থেকে ও লখনউয়ের সদস্য।” দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পন্থ। লখনউ দলের অধিনায়ক কি তাঁকেই করা হবে? সেই বিষয়ে এখনও কিছু জানাননি গোয়েন্‌কা।

পন্থকে নেওয়ার জন্য শুরু থেকেই ঝাঁপিয়েছিল লখনউ। তাদের সঙ্গে লড়াইয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু পন্থের দাম ১০ কোটি ছাড়াতেই পিছিয়ে যায় আরসিবি। এর পর লখনউয়ের সঙ্গে দর হাঁকতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। ২০ কোটি ৭৫ লক্ষ টাকা দাম ওঠার পর ছেড়ে দেয় তারা। পন্থকে আরটিএম কার্ডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু হায়দরাবাদ ২৭ কোটি টাকা দিতে চায়। তার পর আর এগোয়নি দিল্লি। পন্থকে ২৭ কোটি টাকায় কিনে বোধহয় একটু হলেও আফসোস করছেন গোয়েন্‌কা।

Advertisement
আরও পড়ুন