Nitish Reddy

তিরুপতি দর্শনে নীতীশ, হাঁটু মুড়ে সিঁড়ি চড়লেন অস্ট্রেলিয়ায় নজর কাড়া ভারতীয় অলরাউন্ডার

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ় শেষে দেশে ফিরেছেন নীতীশ রেড্ডি। দেশে ফিরে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। সেখানে তাঁকে হাঁটু মুড়ে সিঁড়ি চড়তে দেখা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৫:১২
cricket

(বাঁ দিকে) তিরুপতির সিঁড়ি চড়ছেন নীতীশ রেড্ডি। ভারতের টেস্ট জার্সিতে নীতীশ (ডান দিকে)। ছবি: ভিডিয়ো থেকে।

অস্ট্রেলিয়ায় ভারত টেস্ট সিরিজ় হারলেও নজর কেড়েছেন তিনি। ব্যাটিং ও বোলিংয়ে ভাল পারফরম্যান্স করেছেন নীতীশ রেড্ডি। অভিষেক সিরিজ়েই করেছেন শতরান। সিরিজ় শেষে দেশে ফিরেছেন নীতীশ। দেশে ফিরে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। সেখানে তাঁকে হাঁটু মুড়ে সিঁড়ি চড়তে দেখা গিয়েছে।

Advertisement

সমাজমাধ্যমে নীতীশের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাঁটু মুড়ে তিরুপতি মন্দিরের সিঁড়ি চড়ছেন তিনি। ভারতীয় ক্রিকেটারের এই ভক্তি প্রশংসিত হয়েছে। এর আগে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহদের দেখা গিয়েছে বিভিন্ন মন্দিরে। কখনও খেলার মাঝে, আবার কখনও পরিবার নিয়ে গিয়েছেন তাঁরা। প্রথম বার অস্ট্রেলিয়া সফর শেষে ফিরে মন্দিরে নিজের চুল দান করেছিলেন ভারতের বাঁহাতি পেসার টি নটরাজন। এ বার নীতীশকেও দেখা গেল মন্দিরে। তবে তিনি যে কায়দায় সিঁড়ি চড়েছেন সে ভাবে কোনও ক্রিকেটারকে আগে দেখা গিয়েছে কি না সেই উদাহরণ নেই।

অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসেই আত্মবিশ্বাস দেখিয়েছিলেন নীতীশ। দলের মধ্যে সর্বোচ্চ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। সেই আত্মবিশ্বাস ক্রমশ বেড়েছে। মেলবোর্নে শতরান করেছেন তিনি। পুত্রের ব্যাটিং গ্যালারিতে বসে দেখেছেন পিতা। চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। মেলবোর্নের সেই ইনিংসের পরে নীতীশের ব্যাটিংয়ের প্রশংসা শোনা গিয়েছে সুনীল গাওস্করের মতো প্রাক্তনের মুখে। তাঁকে তিন ফরম্যাটেই লম্বা রেসের ঘোড়া মনে করছেন তিনি।

বিশাখাপত্তনম বিমানবন্দরে নীতীশকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন বহু অনুরাগী। ফুল দিয়ে সাজানো একটি জিপে নীতীশ ও তাঁর পিতা মুতিয়ালা রেড্ডিতে বসিয়ে শোভাযাত্রা হয়। এত ভালবাসা পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন নীতীশ। সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন। ভারতের হয়ে টি-টোয়েন্টি ও টেস্ট দলে অভিষেক হলেও এক দিনের দলে এখনও সুযোগ পাননি নীতীশ। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হবে। সেই দলে নীতীশকে রাখা হতে পারে। সেই প্রার্থনা করতেই কি তিরুপতি গিয়েছিলেন নীতীশ?

Advertisement
আরও পড়ুন