Rohit Sharma

মুম্বইয়ে অনুষ্ঠানে শাস্ত্রীকে অন্য চেয়ারে বসতে বললেন রোহিত, কেন এমন করলেন অধিনায়ক?

ভক্তদের মন জয় করলেন রোহিত শর্মা। সুনীল গাওস্কর ও রবি শাস্ত্রীকে সম্মান দিলেন তিনি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির কাছেও গেলেন না রোহিত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১২:৩৭
cricket

রবি শাস্ত্রী (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।

তাঁরা প্রত্যেকেই মুম্বইয়ের ক্রিকেটার। তাঁরা প্রত্যেকেই ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন। একই মঞ্চে দেখা গেল তাঁদের। সেখানেই পূর্বসূরি সুনীল গাওস্কর ও রবি শাস্ত্রীকে সম্মান দিলেন তাঁদের উত্তরসূরি রোহিত শর্মা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির কাছেও গেলেন না রোহিত।

Advertisement

ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল মুম্বই ক্রিকেট সংস্থা। সেখানে উপস্থিত ছিলেন মুম্বইয়ের পাঁচ অধিনায়ক। গাওস্কর, শাস্ত্রী ও রোহিত ছাড়াও ছিলেন সচিন তেন্ডুলকর ও অজিঙ্ক রাহানে। তাঁদের মঞ্চে ডাকেন দুই সঞ্চালক মন্দিরা বেদি ও যতীন সপ্রু। সেখানেই দেখা গেল রোহিতের শ্রদ্ধা।

মঞ্চে উঠে প্রথমেই এক ধারের চেয়ারে বসে পড়েছিলেন শাস্ত্রী। অন্য দিকে সচিন ও গাওস্কর ছিলেন মাঝে। রোহিতের সেটি নজরে পড়ে। তিনি গিয়ে শাস্ত্রীকে অনুরোধ করেন গাওস্করের পাশে বসতে। শাস্ত্রী সেই অনুরোধ মেনেও নেন। শাস্ত্রীর পাশে বসেন রোহিত। তাঁর এই কাজ দেখে হাততালি দেন দর্শকেরা।

এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন্স ট্রফিও রাখা ছিল। প্রতিযোগিতা শুরুর আগে বিভিন্ন দেশে ঘোরে ট্রফি। সেই হিসাবেই সেটি মুম্বইয়ে ছিল। মঞ্চে ট্রফিকে ঘিরে পাঁচ অধিনায়ক ছবি তোলেন। তখনই গাওস্কর ও শাস্ত্রী রোহিতকে অনুরোধ করেন একেবারে মাঝে দাঁড়াতে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির কাছে যেতে রাজি হননি রোহিত। এক পাশে দাঁড়িয়ে থাকেন তিনি। রোহিতের এই কাজেরও প্রশংসা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান আয়োজক দেশ হলেও ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। তবে প্রতিযোগিতা শুরুর আগে অধিনায়কদের ফোটোসেশন ও সাংবাদিক বৈঠক হওয়ার কথা পাকিস্তানে। সেখানে রোহিতকে যেতে হবে কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement
আরও পড়ুন