Rohit Sharma

সিরিজ় হেরে অতিরিক্ত ক্রিকেটকে দুষলেন রোহিত

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে খুশি নন রোহিত। তাঁর পরিষ্কার বক্তব্য, সম্পূর্ণ ফিট না হলে ভারতের প্রতিনিধিত্ব করা যাবে না। অতিরিক্ত ক্রিকেটের প্রভাব খতিয়ে দেখার কথা বলেছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ২১:৪৪
বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ় হেরে হতাশ রোহিত।

বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ় হেরে হতাশ রোহিত। ছবি: টুইটার।

বাঁ হাতে মারাত্মক চোট নিয়েও শেষ বেলায় ব্যাট করতে নেমে ভারতের জেতানোর মরিয়া চেষ্টা করেছিলেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের ২৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস কাজে এল না। শেষ পর্যন্ত দ্বিতীয় এক দিনের ম্যাচে ৫ রানে হেরে বাংলাদেশের কাছে সিরিজ়ও হারল ভারত। স্বভাবতই হতাশ রোহিত। ম্যাচের পর বলেও দিলেন সিরিজ় বাঁচাতেই ব্যাট হাতে নামেন।

দলের একাধিক ক্রিকেটারের চোট নিয়ে উদ্বিগ্ন রোহিত। কিছুটা বিরক্তিও। তাঁর বক্তব্য, ‘‘আমার আঙুলের অবস্থা একদমই ভাল নয়। বুঝতেই পারছেন কেন ব্যাট করতে নামতে হল। আরও কয়েক জনের চোট রয়েছে। এত চোট লাগার কারণ খতিয়ে দেখতে হবে। হয়তো বেশি ক্রিকেট খেলা হয়ে যাচ্ছে ওদের। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বসে কার উপর কেমন চাপ পড়ছে দেখতে হবে। ভারতের হয়ে খেলতে হলে সম্পূর্ণ ফিট থাকতে হবে। অর্ধেক ফিট থাকলে হবে না।’’ উল্লেখ্য, বুধবারের ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলের হাড় সরে গিয়েছে রোহিতের।

Advertisement

হারের কারণ হিসাবে দলের সার্বিক ব্যর্থতাকেই দুষেছেন তিনি। ৬৯ রানে বাংলাদেশের ৬ উইকেট ফেলে দেওয়ার পরেও লিটন দাসরা ২৭১ রান তুলেছেন। রোহিত বলেছেন, ‘‘মাঝের ওভারগুলোই আমাদের সব থেকে বেশি ক্ষতি করল। প্রথম ম্যাচেও একই সমস্যা হয়েছিল। নিজেদের কাজ সম্পর্কের আমাদের প্রত্যেককে ভাবতে হবে। নিজেদের কাজ আমরা ঠিক ভাবে করতে পারলে মেহেদি হাসান এবং মাহমুদুল্লাহ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত না। আমাদের শিখতে হবে জমে যাওয়া জুটি কী ভাবে ভাঙা যায়। ভাল ফল করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।’’

শুধুই কি বোলাররা ব্যর্থ? ব্যাটাররাও তো নিজেদের প্রয়োগ করতে পারলেন না। মেনে নিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘৫০-৭০ রানের জুটিকে ১০০ বা ১২০ রানের জুটিতে পরিণত করতে হবে আমাদের। আরও সাহসী ক্রিকেট খেলতে হবে। আরও সুযোগ তৈরি করতে হবে আমাদের।’’ সরাসরি কারও নাম না বললেও সতীর্থদের দায়িত্বজ্ঞানহীন ক্রিকেটে বেশ হতাশ দেখিয়েছে ভারত অধিনায়ককে ম্যাচের পর।

ভারত-বাংলাদেশের তৃতীয় এক দিনের ম্যাচ আগামী ১০ ডিসেম্বর। সেই ম্যাচ এখন স্রেফ সম্মান বাঁচানোর লড়াই। কারণ, তিন ম্যাচে এক দিনের সিরিজ়ে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়া ভারতের জয়ের কোনও সুযোগ নেই। চোটের জন্য তৃতীয় ম্যাচে অনিশ্চিত রোহিত।

Advertisement
আরও পড়ুন