BGT 2024-25

যশস্বীর তিন ভুলে ম্যাচ কঠিন হল ভারতের! মাঠেই সতীর্থকে ধমক ক্ষুব্ধ রোহিতের

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তিনটি ক্যাচ ফস্কেছেন যশস্বী জয়সওয়াল। তার জেরে আরও ৬৪ রান করেছে অস্ট্রেলিয়া। বার বার ক্যাচ ফস্কানোয় যশস্বীর উপর রেগে যান রোহিত শর্মা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৩
cricket

(বাঁ দিকে) যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

জসপ্রীত বুমরাহের দাপটে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিল ভারত। ৯১ রানে তাদের ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে মার্নাশ লাবুশেন ও প্যাট কামিন্সের ব্যাটে খেলায় ফেরে অস্ট্রেলিয়া। অথচ তেমনটা হওয়ার কথা ছিল না। দুই ব্যাটারকেই আউট করার সুযোগ পেয়েছিল ভারত। দু’জনেরই ক্যাচ ফস্কান যশস্বী জয়সওয়াল। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মোট তিনটি ক্যাচ ফস্কেছেন যশস্বী। তার জেরে আরও ৬৪ রান করেছে অস্ট্রেলিয়া। বার বার ক্যাচ ফস্কানোয় যশস্বীর উপর রেগে যান রোহিত শর্মা। মাঠেই সতীর্থকে ধমক দেন ভারত অধিনায়ক।

Advertisement

অস্ট্রেলিয়ার রান যখন ৯৯, তখন আকাশ দীপের বলে খোঁচা মারেন লাবুশেন। স্লিপে দাঁড়িয়ে ছিলেন যশস্বী। তিনি ক্যাচ ধরার চেষ্টা করেন। কিন্তু বল তাঁর হাতে লেগে বেরিয়ে যায়। ক্যাচ ফস্কানোর পরেই রোহিতকে দেখা যায়, রাগে নিজের হাতেই ঘুষি মারছেন তিনি। তখন ৪৬ রানে ব্যাট করছিলেন লাবুশেন। শেষ পর্যন্ত ৭০ রান করেন তিনি। সেই সময় লাবুশেন আউট হয়ে গেলে আরও চাপে পড়ত অস্ট্রেলিয়া।

কামিন্স যখন ২০ রানের মাথায় ব্যাট করছিলেন তখনও তাঁর একটি ক্যাচ ছাড়েন যশস্বী। কামিন্স শেষ পর্যন্ত ৪১ রান করেন। কামিন্সের ক্যাচ ছাড়ার পরে রোহিতকে দেখা যায়, যশস্বীকে কিছু একটা বলছেন। রোহিতের চোখমুখ দেখেই বোঝা যায়, ক্ষুব্ধ তিনি। রোহিত কী বলছেন তা শোনা না গেলেও বোঝা যায়, সতীর্থের এই ভুল মেনে নিতে পারছেন না তিনি। যশস্বী ভাল ফিল্ডার। সেই তিনিই এ ভাবে ক্যাচ ফেলবেন, সেটা হয়তো ভাবতেও পারেননি ভারত অধিনায়ক।

অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে উসমান খোয়াজারও একটি ক্যাচ ছাড়েন যশস্বী। তখন ২ রানে ব্যাট করছিলেন খোয়াজা। তিনি করেন ২১ রান। তবে সেই ক্যাচটি বাকি দু’টি ক্যাচের থেকে অনেক কঠিন ছিল। যশস্বীর এই তিন ভুল অস্ট্রেলিয়াকে ফেরার সুযোগ করে দেয়। ফলে ম্যাচ কঠিন হল ভারতের।

দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২২৮। ভারতের থেকে ৩৩৩ রানে এগিয়ে তারা। যশস্বী এই তিনটি ক্যাচ না ফস্কালে চতুর্থ ইনিংসে হয়তো ২৫০ রানের কম তাড়া করতে হত ভারতকে। সেই লক্ষ্যই এখন ধীরে ধীরে ৩৫০ রানের দিকে এগোচ্ছে। এখন দেখার, যশস্বীর এই তিন ভুলের আরও বড় খেসারত ভারতকে দিতে হয় কি না।

Advertisement
আরও পড়ুন