Yashasvi Jaiswal

৩ বিশ্বরেকর্ড: ধোনির মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে করতে পারেন যশস্বী

লাল বলের ক্রিকেটে ক্রমেই নিজের জায়গা শক্ত করছেন যশস্বী জয়সওয়াল। রাঁচীতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে তিনটি বিশ্বরেকর্ড করতে পারেন ভারতীয় ওপেনার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৫
cricket

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জোড়া বিশ্বরেকর্ড করেছেন যশস্বী জয়সওয়াল। এক ইনিংসে সর্বাধিক ছক্কা (১২) ও এক টেস্ট সিরিজ়ে সর্বাধিক ছক্কার (২২) মালিক তিনি। লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে ক্রমেই নিজের জায়গা শক্ত করছেন যশস্বী। এ বার রাঁচীতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে তিনটি বিশ্বরেকর্ড করতে পারেন ভারতীয় ওপেনার।

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্রুততম ১০০০ রান—

অভিষেক হওয়ার পর থেকে সাতটি টেস্টে ৮৬১ রান করেছেন যশস্বী। অর্থাৎ, আর ১৩৯ রান করলেই টেস্টে ১০০০ রান হবে তাঁর। রাঁচীতে যদি যশস্বী সেটা করতে পারেন তা হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্রুততম ১০০০ রানের রেকর্ড করবেন তিনি।

শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও দ্রুততম ১০০০ রানের মালিক হবেন যশস্বী। টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে এখনও পর্যন্ত দ্রুততম ১০০০ রান করেছেন বিনোদ কাম্বলি। ১২টি টেস্টে ১০০০ রান করেছিলেন তিনি। বিশ্বে এই রেকর্ড রয়েছে ডন ব্র্যাডম্যানের। সাতটি টেস্টে ১০০০ রান করেছিলেন তিনি।

টেস্টে টানা তিনটি দ্বিশতরান—

বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ও রাজকোটে তৃতীয় টেস্টে দ্বিশতরান করেছেন যশস্বী। পর পর দু’টি টেস্টে দ্বিশতরানের নজির রয়েছে ওয়ালি হ্যামন্ড (ইংল্যান্ড), ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া), বিনোদ কাম্বলি (ভারত), কুমার সঙ্গকারা (শ্রীলঙ্কা), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) ও বিরাট কোহলির (ভারত)। যদি রাঁচীতে যশস্বী দ্বিশতরান করতে পারেন তা হলে তিনিই হবেন প্রথম ব্যাটার যাঁর পর পর তিনটি টেস্টে দ্বিশতরান রয়েছে।

এক সিরিজ়ে তিনটি দ্বিশতরান—

এক সিরিজ়ে তিনটি দ্বিশতরানের রেকর্ড রয়েছে একমাত্র ব্র্যাডম্যানের। ১৯৩০ সালের অ্যাশেজ় সিরিজ়ে তিনটি দ্বিশতরান করেছিলেন তিনি। যদি রাঁচীতে যশস্বী দ্বিশতরান করতে পারেন তা হলে দ্বিতীয় ব্যাটার হিসাবে এই বিশ্বরেকর্ড করবেন।

Advertisement
আরও পড়ুন