Womens Asia Cup 2022

এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক মন্ধানাদের, আমিরশাহিকে ১০৪ রানে হারিয়ে শীর্ষে ভারত

শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার পরে এ বার সংযুক্ত আরব আমিরশাহিকেও হারাল ভারতের মহিলা দল। আমিরশাহিকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে পয়েন্ট তালিকার শীর্ষে স্মৃতি মন্ধানারা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ১৬:৩৬
ভাল বল করলেন রাজেশ্বরী গায়কোয়াড় (ডান দিকে)।

ভাল বল করলেন রাজেশ্বরী গায়কোয়াড় (ডান দিকে)। ছবি: টুইটার

এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক করল ভারতের মহিলা দল। শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার পরে এ বার সংযুক্ত আরব আমিরশাহিকে হারালেন স্মৃতি মন্ধানারা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৮ রান করেন ভারতের মহিলারা। রান তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহির ইনিংস শেষ হয়ে যায় ৭৪ রানে। ১০৪ রানে ম্যাচ জেতেন মন্ধানারা।

আমিরশাহির বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মন্ধানা। তিনি ওপেন করতে নামেননি। বদলে রিচা ঘোষের সঙ্গে নামেন সাব্বিনেনি মেঘনা। ভারতের শুরুটা ভাল হয়নি। দুই ওপেনার রান পাননি। চার নম্বরে নামা হেমলতাও ব্যর্থ।

Advertisement

দলের রানকে টেনে নিয়ে যান দুই অভিজ্ঞ ব্যাটার দীপ্তি শর্মা ও জেমাইমা রদ্রিগেজ়। দু’জনে মিলে ১২৯ রানের জুটি বাঁধেন। ডান হাতি, বাঁ হাতি জুটি দ্রুত রান করছিলেন। দু’জনেই অর্ধশতরান করেন। তাঁদের আটকে রাখতে পারেনি আমিরশাহির বোলিং। শেষ দিকে বড় শট মারতে গিয়ে ৪৯ বলে ৬৪ রান করে আউট হন দীপ্তি। জেমাইমা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি করেন ৪৫ বলে ৭৫ রান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ভারত।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যটিং বিপর্যয় আমিরশাহির মহিলা দলের। কবিশা এগোদাগে ও খুশি শর্মা ছাড়া কোনও ব্যাটার দু’অঙ্কে পৌঁছতে পারেননি। ভারতের প্রত্যেক বোলার ভাল বল করেন। রাজেশ্বরী গায়কোয়াড় ২০ রান দিয়ে ২ উইকেট নেন। এই জয়ের ফলে তিন ম্যাচে ছয় পয়েন্ট ভারতের। পাকিস্তানকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে মন্ধানারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement