WTC 2023-25

পাকিস্তানের পাশে ভারত, বাবরদের জন্য গলা ফাটাতে তৈরি কোহলিরা, কেন?

ভারত চাইছে, জিতুক পাকিস্তান। বৃহস্পতিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু পাকিস্তানের। সেখানে পাকিস্তানকে সমর্থন করছে ভারত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:০০
cricket

বাবরদের জয় চাইছেন কোহলিরা। —ফাইল চিত্র।

পাকিস্তানের জয় চাইছে ভারত। বাবর আজ়মদের সমর্থন করছেন বিরাট কোহলিরা। বৃহস্পতিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু পাকিস্তানের। সেখানে পাকিস্তানকে সমর্থন করছে ভারত। কারণ, পাকিস্তানের জয় ভারতের পথ মসৃণ করে দেবে।

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে রয়েছে তিন দল। দক্ষিণ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়া। সবচেয়ে বেশি সুযোগ দক্ষিণ আফ্রিকার। পাকিস্তানের বিরুদ্ধে দু’টি টেস্টের মধ্যে একটি জিততে পারলেই প্রথম দল হিসাবে ফাইনালে উঠবে তারা। সে ক্ষেত্রে ভারত অস্ট্রেলিয়াকে বাকি দু’টি টেস্টে হারালেও দক্ষিণ আফ্রিকার নীচেই থাকবে।

অর্থাৎ, যদি দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ ড্র করে ও একটি হারে এবং ভারত অস্ট্রেলিয়াকে দু’টি ম্যাচেই হারায় তা হলেই একমাত্র দক্ষিণ আফ্রিকার উপরে শেষ করবে ভারত। এই দুই দলের এটিই শেষ সিরিজ়। এর পরে আর কোনও খেলা নেই। অর্থাৎ, পাকিস্তান জিতলে লাভ ভারতের। সেই কারণেই পাকিস্তানের জয় চাইছে ভারত। প্রকাশ্যে কিছু না বললেও মনে মনে হয়তো সেটাই চাইছেন কোহলিরা।

ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া। যদি ভারত অস্ট্রেলিয়াকে দু’টি ম্যাচেই হারায় তা হলে তারা ফাইনালে উঠবে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কাকে দু’টি টেস্টেই হারায় তার পরেও তারা উঠতে পারবে না। কিন্তু ভারত যদি এই দুই টেস্টের মধ্যে একটি জেতে ও একটি ড্র করে সে ক্ষেত্রে শ্রীলঙ্কারও সাহায্য প্রয়োজন হবে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা যদি অন্তত একটি টেস্ট ড্র করে তা হলেই ভারতের ফাইনাল পাকা। আর যদি ভারত একটি টেস্ট জেতে ও একটি হারে তা হলে তাদের আশা করতে হবে যে, শ্রীলঙ্কা ২-০ বা ১-০ সিরিজ় জিতবে। আর যদি ভারত দু’টি টেস্টের মধ্যে অন্তত একটি জিততে না পারে, তা হলে আর ফাইনালে ওঠার সুযোগ থাকবে না তাদের। সে ক্ষেত্রে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজ়ের আর কোনও গুরুত্ব থাকবে না।

Advertisement
আরও পড়ুন