শ্রেয়স আয়ার। ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। সেই ম্যাচে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ নেন শ্রেয়স আয়ার। ২৪তম ওভারে শামার ব্রুকস ফিরে যান তাঁর ক্যাচে। ওই ক্যাচ নেওয়ার পরেই হঠাৎ দর্শকদের দিকে ফিরে নাচতে শুরু করেন শ্রেয়স। তাঁর সেই নাচের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। কেন ক্যাচ নিয়ে নাচলেন, ম্যাচের পর সেই কারণ ব্যাখ্যা করেছেন শ্রেয়স।
ভারতীয় ব্যাটার জানালেন, গ্যালারি থেকে বেশ কিছু দর্শক তাঁকে নিয়ে মস্করা করছিলেন। জবাব দিতেই ক্যাচ নিয়ে নাচেন। সতীর্থ মহম্মদ সিরাজকে শ্রেয়স বলেছেন, “ওরা আমার উদ্দেশ্যে বার বার চিৎকার করে বলছিল, ক্যাচ ফেলো, ক্যাচ ফেলো। তাই আমি ক্যাচ নেওয়ার পর ওদের মতোই নেচে নিই। ওরাও তাতে মজা পেয়েছে।” সেই শুনে হাসতে হাসতে থাকেন সিরাজ।
From last-over heroics in the 1st #WIvIND ODI courtesy @mdsirajofficial to rocking some dance moves ft @ShreyasIyer15, presenting a fun interview that oozes swag 😎😎 - by @28anand
— BCCI (@BCCI) July 23, 2022
Full interview 👇https://t.co/tau2J3GcBh #TeamIndia pic.twitter.com/4rou4918Zi
২৪তম ওভারে শার্দূল বাউন্সার দিয়েছিলেন ব্রুকসকে। সেটি পুল করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে শ্রেয়সের হাতে ক্যাচ দেন ব্রুকস। তার পরেও ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করার গতি কমেনি। শেষ পর্যন্ত তিন রানে হারে তারা।