India vs Sri Lanka 2023

বিশ্বকাপের পাঁচ নম্বর কি ইডেনেই ঠিক করে ফেলল ভারত? রোহিতের কথায় ইঙ্গিত

ইডেনে জিতলেও রোহিত প্রশংসা করেছেন শ্রীলঙ্কার লড়াইয়ের। রাহুল, কুলদীপদের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি। তৃতীয় ম্যাচে উইকেট দেখে পরিবর্তনের কথা ভাবতে পারেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ২২:১১
তৃতীয় ম্যাচেও জয় ছাড়া ভাবছেন না ভারতের অধিনায়ক রোহিত।

তৃতীয় ম্যাচেও জয় ছাড়া ভাবছেন না ভারতের অধিনায়ক রোহিত। ছবি: টুইটার।

এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে জয় নিশ্চিত হওয়ায় খুশি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। মেনে নিলেন হারলেও তাঁদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন দাসুন শনকারা। তাঁর লক্ষ্য সিরিজ়ের তৃতীয় ম্যাচেও জয়ের ছন্দ বজায় রাখা।

ইডেনে জয়ের জন্য রোহিত বিশেষ কৃতিত্ব দিলেন লোকেশ রাহুলকে। বেশ কিছু তেমন সাফল্য পাচ্ছিলেন না রাহুল। বৃহস্পতিবার চাপের মুখে দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। দলকে জয় এনে দেন অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে। সতীর্থের প্রশংসা করে রোহিত বলেছেন, ‘‘বেশ কিছু দিন ধরে পাঁচ নম্বরে ব্যাট করছে রাহুল। পাঁচ নম্বরে এক জন অভিজ্ঞ ব্যাটার থাকলে উপরের দিকের ব্যাটাররা অনেক আত্মবিশ্বাসী থাকতে পারে। বেশ ভাল খেলল রাহুল। যেমন ইনিংস প্রয়োজন ছিল, তেমনই খেলল ঠিক।’’ আগামী বিশ্বকাপেও ভারতের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে। রোহিত কি সেই ইঙ্গিত দিয়েই দিলেন ইডেনে দাঁড়িয়ে।

Advertisement

তেমন রান না পেলেও রোহিত পাশে দাঁড়িয়েছেন তরুণ ওপেনার শুভমন গিলের। তিনি বলেছেন, ‘‘ব্যাটিং অর্ডারের শুরুতে এক জন বাঁহাতি থাকলে সুবিধা হয়। ওর আরও সুযোগ প্রাপ্য। গত এক বছরে যথেষ্ট রান করেছে ও। আদর্শগত ভাবে বাঁহাতি ব্যাটার রাখতে পারলে ভাল হয়। যদিও আমাদের দলে ডানহাতি ব্যাটারি বেশি। ওদের যোগ্যতা সম্পর্কে কোনও প্রশ্ন উঠতে পারে না। আমরা ব্যাটিং অর্ডার নিয়ে যথেষ্ট স্বচ্ছন্দ।’’ প্রশংসা করেছেন ম্যাচের সেরা কুলদীপ যাদবেরও। রোহিত বলেছেন, ‘‘কুলদীপকে আক্রমণে আনার পরেই উইকেট পেল। বেশ আত্মবিশ্বাস নিয়ে বল করল ও। কুলদীপের আত্মবিশ্বাস আমাদের দলের জন্য ইতিবাচক।’’

সিরিজ় জয় নিশ্চিত হয়ে গেলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচকে হালকা ভাবে নিচ্ছেন না রোহিত। ৩-০ ব্যবধানে জেতাই তাঁর লক্ষ্য। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘হ্যাঁ, আরও একটা এক দিনর সিরিজ় আমরা জিতছি। তবে তৃতীয় ম্যাচের দিকেও নজর থাকবে আমাদের। দলে কোনও পরিবর্তন করব কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে উইকেট দেখার পর।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement