India vs South Africa 2021-22

India vs South Africa 2021-22: প্রতি ওভারের পর ‘হৃদরোগে আক্রান্ত’ হচ্ছিলেন ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের আম্পায়ার!

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়। দশম ওভারে এইডেন মার্করামকে ফিরিয়ে দেন শার্দূল ঠাকুর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১৬:০৬
আম্পায়ার মারাইস ইরাসমাস জানিয়ে দেন প্রতি ওভারের শেষে হৃদরোগে আক্রান্ত হতে হচ্ছে তাঁকে।

আম্পায়ার মারাইস ইরাসমাস জানিয়ে দেন প্রতি ওভারের শেষে হৃদরোগে আক্রান্ত হতে হচ্ছে তাঁকে। —ফাইল চিত্র

তৃতীয় দিনের খেলায় ভারত এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে বার বার উত্তপ্ত বাক্যবিনিময় হতে দেখা যায়। এর মাঝেই আম্পায়ার মারাইস ইরাসমাস জানিয়ে দেন প্রতি ওভারের শেষে হৃদরোগে আক্রান্ত হতে হচ্ছে তাঁকে।

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময়। দশম ওভারে এইডেন মার্করামকে ফিরিয়ে দেন শার্দূল ঠাকুর। শেষ বলে সেই উইকেট নেওয়ার আগে বার বার আউটের আবেদন করছিলেন তিনি। গোটা ভারতীয় দল উইকেট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সেই সময় স্টাম্প মাইকে ধরা পড়ে ইরাসমাসের গলা। তিনি বলেন, “তোমরা আমাকে প্রতি ওভারে হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছ।”

তৃতীয় দিনের খেলায় প্রথম ঝামেলা হয় ভারতের ঋষভ পন্থ এবং দক্ষিণ আফ্রিকার দুসেনের মধ্যে। পন্থ ব্যাট করতে নামতেই দুসেন তাঁকে কিছু বলেন। সেটা শোনা না গেলেও মনে করা হচ্ছে দুসেনের ক্যাচ পন্থ নেওয়ার সময় বল আগে মাটি ছুঁয়েছিল। সেটা নিয়েই তিনি কিছু বলেছিলেন। উত্তরে পন্থ বলেন, “যদি তোমার এ ব্যাপারে অর্ধেকও জ্ঞান থাকে, তা হলে নিজের মুখ বন্ধ রাখো।”

Advertisement

বুমরা ব্যাট করার সময় দক্ষিণ আফ্রিকার পেসার জানসেনের সঙ্গে তাঁর ঝামেলা হয়। সারা দিন ধরে বিভিন্ন সময় ইরাসমাসকে দেখা গিয়েছে খেলোয়াড়দের সামলাতে।

Advertisement
আরও পড়ুন