Rishabh Pant

Rishabh Pant: শতরান পেলেন না, তবে দ্রাবিড়, ধোনিকে টপকে গেলেন পন্থ

এক দিনের ক্রিকেটে জীবনের প্রথম শতরান পেলেন না ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৭১ বলে ৮৫ রান করে আউট হয়ে গেলেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ২০:৩৫
নজির পন্থের।

নজির পন্থের। ছবি রয়টার্স

এক দিনের ক্রিকেটে জীবনের প্রথম শতরান পেলেন না ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৭১ বলে ৮৫ রান করে আউট হয়ে গেলেন। কিন্তু একই সঙ্গে নজির গড়লেন ভারতের উইকেটকিপার। পেরিয়ে গেলেন রাহুল দ্রাবিড় এবং মহেন্দ্র সিংহ ধোনিকে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এক দিনের ক্রিকেটে এটাই ভারতের কোনও উইকেটকিপারের সর্বোচ্চ রান। এর আগে ২০০১ সালে ডারবানে দ্রাবিড়ের করা ৭৭ রানই এত দিন সর্বোচ্চ ছিল। তার ১২ বছর পর ২০১৩ সালে জোহানেসবার্গে ধোনি ৬৫ রান করেন। কিন্তু শুক্রবার এই দু’জনকেই ছাপিয়ে গেলেন পন্থ।

Advertisement

তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক দিনের ক্রিকেটে প্রথম শতরান এ বারের মতো অধরাই থেকে গেল তাঁর। যদিও টেস্ট সিরিজে একটি শতরান রয়েছে পন্থের। শুক্রবার তাঁর আক্রমণাত্মক ইনিংসের সৌজন্যে লড়াকু জায়গায় পৌঁছে যায় ভারত। বিশেষত, বিরাট কোহলী শূন্য রানে ফেরার পর কিছুটা চাপে পড়ে গিয়েছিল তারা। পন্থের মারকুটে ব্যাটিংয়ে পাল্টা চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন
Advertisement