Team India

Team India: এক দিনের সিরিজের প্রস্তুতিতে নেমে পড়ল দুই রাহুলের ভারত

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতার স্বপ্ন ইতিমধ্যেই অতীত। এ বার সামনে একদিনের সিরিজ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১৬:২৮
দলের সঙ্গে কেএল রাহুল।

দলের সঙ্গে কেএল রাহুল। ছবি টুইটার

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতার স্বপ্ন ইতিমধ্যেই অতীত। এ বার সামনে একদিনের সিরিজ। কোচ রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে সেই সিরিজের প্রস্তুতিতে বোলান্ড পার্কে নেমে পড়ল ভারতীয় দল। একদিকে দলের কোচ রাহুল, অন্যদিকে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন আর এক রাহুল, কেএল। ফলে দুই রাহুলের ভারত রামধনুর দেশে ফের এক দিনের সিরিজ জেতার প্রস্তুতি শুরু করে দিয়েছে।

বিরাট কোহলীর থেকে এক দিনের ক্রিকেটের নেতৃত্ব কাড়ার পর তা দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। কিন্তু চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও সিরিজই খেলতে পারছেন না রোহিত। ফলে এক দিনের সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার ভার কেএল রাহুলের কাঁধে।

Advertisement

সোমবার নেটমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছে বিসিসিআই, যেখানে দেখা যাচ্ছে, সারিবদ্ধ হয়ে গোল করে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। কোনও ছবিতে দলকে কিছু বলছেন রাহুল, আবার কোন ছবিতে পেপ-টক দিতে দেখা যাচ্ছে দ্রাবিড়কে।

টেস্ট সিরিজ হারের পর একদিনের সিরিজ জিততে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় শেষ বার সফরে এসেও এক দিনের সিরিজ জিতেছিল কোহলীর ভারত। টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার কারণে এক দিনের সিরিজে ভুল করতে চান না রাহুল।

আগামী ১৯ জানুয়ারি প্রথম এক দিনের ম্যাচ রয়েছে। ২১ জানুয়ারি দ্বিতীয় এক দিনের ম্যাচ। প্রথম দু’টি খেলাই হবে পার্লের বোলান্ড পার্কে। এক দিনের সিরিজের তৃতীয় ম্যাচটি হবে কেপ টাউনে।

Advertisement
আরও পড়ুন