India vs South Africa 2021-22

India vs South Africa 2021-22: অখ্যাত ক্রিকেটারদের নিয়ে সিরিজ জয়, অবিশ্বাস্য লাগছে এলগারের

প্রথম টেস্টে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। পরের দুই টেস্টে দারুণ ভাবে ফিরে আসেন এলগাররা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ১৯:২২

—ফাইল চিত্র

ভারতকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছেন তাঁরা। কিন্তু তা বিশ্বাস হচ্ছে না দক্ষিণ আফ্রিকার অধিনায়কের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ডিন এলগার বলেন, “দারুণ উচ্ছ্বসিত। এক-দু’ দিন লাগবে ব্যাপারটা বুঝতে। দলকে নিয়ে আমি গর্বিত।” দক্ষিণ আফ্রিকার মাটি থেকে টেস্ট জিতে ফেরা সম্ভব হল না ভারতের।

শুক্রবার ১১১ রান বাকি ছিল দক্ষিণ আফ্রিকার। এক উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় তারা। এলগার বলেন, “দারুণ খুশি। তরুণ একটা দল। কোনও নাম করা ক্রিকেটার নেই। একটা দল হিসেবে খেলল সবাই। বোলাররা দারুণ খেলল। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিল সকলে। এই দলকে নিয়ে আমি গর্বিত।”

প্রথম টেস্টে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। পরের দুই টেস্টে দারুণ ভাবে ফিরে আসেন এলগাররা। ভারতীয় বোলারদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের লড়াইও নজর কেড়েছে। তিন ম্যাচে ২৫০-র উপর রান করেছেন কিগান পিটারসেন। চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রহাণেদেরও ভুগিয়েছে কাগিসো রাবাডারা।

Advertisement

এলগার বলেন, “এই সিরিজ থেকে অনেক কিছু ইতিবাচক জিনিস পেয়েছি। আগামী দিনেও সব রকম চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়তে হবে আমাদের।”

Advertisement
আরও পড়ুন