India vs New Zealand 2021

জিততে পারল না ভারত, কানপুরে কোন পথে ম্যাচ বাঁচাল নিউজিল্যান্ড

ইতিমধ্যেই চার উইকেট নিয়েছেন জাডেজা। অশ্বিন নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন অক্ষর এবং উমেশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৬:২৯
উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস ভারতের।

উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস ভারতের। ছবি: টুইটার থেকে

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৬:২৯

ম্যাচ বাঁচাল নিউজিল্যান্ড

শেষ বেলায় ম্যাচ বাঁচাল নিউজিল্যান্ড।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৫:৫৫ key status

আউট সাউদি

জাডেজার বলে আউট সাউদি। জয়ের পথে ভারত। প্রয়োজন আর ১ উইকেট।

Advertisement
timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৫:৪৭ key status

আউট জেমিসন

জাডেজার বলে এলবিডব্লিউ হলেন কাইল জেমিসন। জয়ের জন্য আর ২ উইকেট চাই ভারতের।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৫:২৫

প্রতি বলেই উইকেটের জন্য ঝাঁপাচ্ছে ভারত

জাডেজার বল রবীন্দ্রর পায়ে লাগায় আউট চেয়েছিল ভারত। আম্পায়ার আউট দিয়েও দেন। কিন্তু রিভিউ নেয় নিউজিল্যান্ড। তাতে দেখা যায় নট আউট রবীন্দ্র।

Advertisement
timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৫:১৯ key status

আউট ব্লান্ডেল

অশ্বিনের বলে বোল্ড ব্লান্ডেল। ৩৮ বলে ২ রান করে ফিরলেন তিনি।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৫:১৮ key status

আউট উইলিয়ামসন

জাডেজার বলে আউট উইলিয়ামসন। বড় সাফল্য ভারতের। ১১২ বলে ২৪ রান করে ফিরলেন কিউয়ি অধিনায়ক।

Advertisement
timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৪:৪৪ key status

আউট নিকোলস

অক্ষর পটেলের বলে বোল্ড হেনরি নিকোলস। পঞ্চম উইকেট হারাল নিউজিল্যান্ড। লড়ছেন উইলিয়ামসন।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৪:২০ key status

চা বিরতি | ৬৩.১ ওভার | নিউজিল্যান্ড ১২৫/৪

শেষ সেশনে অশ্বিনদের দিকেই তাকিয়ে সমর্থকরা। ম্যাচ জিততে আর ৬ উইকেট চাই ভারতের।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৪:১৮

আউট টেলর

চতুর্থ উইকেট হারাল নিউজিল্যান্ড। টেস্টের শেষ সেশনে ৬ উইকেট নিতে পারলেই জিতে যাবে ভারত। রস টেলরকে ফিরিয়ে দিলেন রবীন্দ্র জাডেজা।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৩:৪৪

আউট লাথাম

অশ্বিনের বলে আউট লাথাম। ভাঙলেন হরবজন সিংহের রেকর্ড। ৫২ রান করে আউট লাথাম।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১২:১৭

আউট সমারভিলি

উমেশ যাদবের বলে পুল করতে গিয়ে শুভমন গিলের হাতে ক্যাচ দিলেন সমারভিলি। তবে আউট হওয়ার আগে ১১০টি বল খেলে ফেলেছেন নিউজিল্যান্ডের রাতপ্রহরী। ৩৬ রান করার থেকেও ভারতীয়দের কাছে যা অনেক বেশি চিন্তার।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১১:৩৪ key status

মধ্যাহ্নভোজ | ৩৫ ওভার | নিউজিল্যান্ড ৭৯/১

প্রথম সেশনে কোনও উইকেট ফেলতেই পারল না ভারত। অশ্বিনদের ঠেকিয়ে রাখলেন লাথাম এবং সমারভিলি।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১১:১২

প্রথম সেশন প্রায় শেষের পথে

পঞ্চম দিনের শুরুটা নিউজিল্যান্ডের। ২৬ ওভার বল করে একটিও উইকেট ফেলতে পারল না ভারত। ৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৬৩/১।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১০:১৮

দিনের শুরুটা ভালই করল নিউজিল্যান্ড

এখনও ক্রিজে রয়েছে নৈশপ্রহরী উইলিয়াম সমারভিলি। ১৫ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৩৪/১। ওপেনার লাথাম ১২ রানে অপরাজিত। সমারভিলি করেছেন ১৮ রান।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৯:৩৭

উইকেটকিপিং করছেন না ঋদ্ধি

রবিবার দু’ওভার উইকেটকিপিং করে মাঠ ছেড়েছিলেন ঋদ্ধিমান সাহা। সোমবার তাঁর জায়গায় শ্রীকর ভরত।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৯:৩৬

প্রথম বলেই আঘাত পেলেন ইশান্ত

অশ্বিনের বলে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেলেন ইশান্ত। তাঁর বদলে মাঠে নামলেন সূর্যকুমার যাদব।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৯:০৯ key status

পঞ্চম দিনের জন্য তৈরি হচ্ছে ভারত

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে প্রথম টেস্ট। টি২০ সিরিজ জয়ের পর, এই সিরিজেও নিউজিল্যান্ডকে হারাতে চাইবেন তিনি। সোমবার সেই লক্ষ্যে মাঠে নামছেন রহাণেরা।

timer শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৯:০৫ key status

জয়ের জন্য প্রয়োজন ৯ উইকেট

কানপুরে প্রথম টেস্ট জয়ের জন্য ভারতের প্রয়োজন আর ৯ উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করে ভারত করে ৩৪৫ রান। জবাবে নিউজিল্যান্ড শেষ হয়ে যায় ২৯৬ রানে। ৪৯ রানে লিড নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য রাখে ২৮৪ রানের। চতুর্থ দিনের শেষ বেলায় উইল ইয়ংয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন