Ben Stokes

India vs England: বুমরাদের কী ভাবে হারাতে হবে ছকে ফেলেছেন ইংরেজ অধিনায়ক স্টোকস

শুক্রবার থেকে এজবাস্টনে পঞ্চম টেস্ট শুরু হচ্ছে। সেই টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টোকস। ভারতকে হারানোর কায়দা জেনে ফেলেছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ২১:৩৯
ভারতকে হারানোর রহস্য জেনেছেন স্টোকস

ভারতকে হারানোর রহস্য জেনেছেন স্টোকস ছবি রয়টার্স

সদ্য নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে চুনকাম করেছেন। ভারতকে কী ভাবে হারাতে হবে, সেটাও জেনে গিয়েছেন বেন স্টোকস। শুক্রবার থেকে শুরু হচ্ছে এজবাস্টন টেস্ট। তার আগে স্টোকস জানিয়ে দিলেন, ভারতকে হারানোর পরিকল্পনা ছকে নিয়েছেন তাঁরা।

স্টোকসের কথায়, “ভারতকে কী ভাবে হারিয়ে সিরিজ ড্র করতে হবে সেটা আমরা জানি। তবে গত সপ্তাহেও বলেছিলাম, আমাদের কাছে এখন ফলাফলের থেকেও বড় নিজেদের ক্রিকেটমাঠে উপভোগ করা। প্রতিটা ম্যাচে আমরা জিততেই নামি। সেটাই শেষ কথা নয়। গত তিন সপ্তাহে আমরা টেস্ট ক্রিকেট খেলার ধরনটাকে পাল্টে দিতে পেরেছি, এটাই বেশি শান্তির।”

Advertisement

স্টোকস আসার আগে জো রুটের অধীনে থাকা ইংল্যান্ড দলের পারফরম্যান্স সমালোচনার মুখে পড়েছিল। এখন আবার ইংল্যান্ডের ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন অনুরাগীরা। স্টোকস বলেছেন, “লোকে আমাদের দেখে আনন্দ পাক সেটাই চাই। কারণ, ম্যাচের ফলাফল কী হবে এটা ওরা আগে থেকে বুঝতে পারছে না। তবে আমরা যে আগ্রাসী ক্রিকেট খেলব, সেটা ওরা বুঝতে পারছে। ২০১৫-র পরে এক দিনের ক্রিকেটে যে ভাবে খেলতে শুরু করেছিলাম সেই সময়ের কথা মনে পড়ছে।”

গত বছর ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সময় ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন স্টোকস। মানসিক ভাবে নিজেকে সুস্থ রাখতে খেলেননি। এ বার তিনি অধিনায়ক। সেই প্রসঙ্গে বলেছেন, “সত্যি বলতে, ওই সিরিজ বিশেষ দেখিনি। তবে ভারতকে, বিশেষত (বিরাট) কোহলীর নেতৃত্ব দেওয়ার ধরন ভাল লেগেছে। সেই দ্বৈরথ আবার হবে, এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার।”

Advertisement
আরও পড়ুন