India vs Australia

তৃতীয় টেস্টে কেন বাদ দেওয়া হয়েছিল শামিকে, মুখ খুললেন রোহিতদের বোলিং কোচ

প্রথম দু’টি টেস্টে ভাল বল করলেও তৃতীয় টেস্টের প্রথম একাদশে জায়গা হয়নি শামির। রোহিতদের হারের পর দল নির্বাচন নিয়ে প্রশ্ন বড় হয়েছে। শামিকে বাদ দেওয়ার কারণ জানিয়েছেন মাম্বরে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ২০:৪৮
picture of Mohammed Shami

প্রথম দুই টেস্টে ভাল খেলার পরেও তৃতীয় টেস্টে সুযোগ পাননি শামি। ফাইল ছবি।

তৃতীয় টেস্টের প্রথম একাদশ থেকে মহম্মদ শামিকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। বাংলার জোরে বোলার ছন্দে থাকা সত্ত্বেও তাঁকে খেলানো হয়নি। ইনদওরে স্টিভ স্মিথদের কাছে রোহিত শর্মারা হারার পর এই প্রশ্ন আরও বড় হয়ে উঠেছে। শামিকে বাদ দেওয়ার কারণ জানালেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে।

আমদাবাদ টেস্টের প্রথম দিনের খেলার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মামব্রে। চতুর্থ টেস্টে মাম্বরেকে যখন প্রথম একাদশে ফেরাতেই হল, তা হলে তৃতীয় টেস্টে কেন বাদ দেওয়া হল? এই ভাবে বাদ দিলে কি বোলারদের ছন্দ নষ্ট হয় না? মামব্রে বলেছেন, ‘‘কিছু সিদ্ধান্ত নিতেই হয়। এক জন বোলারের উপর কতটা চাপ পড়ছে সেটা দেখে সিদ্ধান্ত নিতে হয়। দলের প্রত্যেক বোলারের দিকে নজর রাখতে হয়। সে রকম শামির উপর কতটা চাপ পড়ছে সেটা দেখেছি আমরা। ওকে বিশ্রাম দেওয়া জরুরি ছিল। আমাদের সামনে সুযোগ ছিল মহম্মদ সিরাজের সঙ্গে উমেশ যাদবকে দেখে নেওয়ার।’’

Advertisement

বোলারদের বিশ্রাম দিয়ে খেলানোর পক্ষে মামব্রে বলেছেন, ‘‘এই সিরিজ়ের পর আমরা হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলব। সেটাও মাথায় রাখতে হচ্ছে। সেই জন্যই আমরা ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা করেছি। বিশেষ করে বোলারদের।’’

ইনদওর টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে উমেশই সব থেকে কম রান দিয়েছিলেন। তাঁকে খেলতে সমস্যা প়ড়েছিলেন অস্ট্রেলীয় ব্যাটাররা। সে কথা মনে করিয়ে দিয়ে রোহিতদের বোলিং কোচ বলেছেন, ‘‘আদর্শগত ভাবে মনে করা হয়, এক জন বোলারকে টানা দু’তিন ম্যাচ খেলানো উচিত। কিন্তু এখনকার পরিস্থিতিতে সেটা সব সময় সম্ভব নাও হতে পারে। উমেশকে তৃতীয় টেস্টে আমরা যথেষ্ট ভাল ছন্দে পেয়েছি। শুধু ভাল বলই করেনি দ্রুত ৩টে উইকেটও তুলে নিয়েছিল।’’

আমদাবাদ টেস্টের প্রথম দিন উমেশকে আগের ম্যাচের ছন্দে দেখা যায়নি। তা নিয়ে মামব্রে বলেছেন, ‘‘কোনও কোনও দিন সঠিক ছন্দ পাওয়া কঠিন হয়। যেমন ওর প্রথম স্পেলের ক্ষেত্রে হয়েছে। তাও ট্রাভিস হেডকে আউট করার সুযোগ পেয়েছিল। পরের দিকে কিন্তু সঠিক জায়গাতেই বল রেখেছে উমেশ। যথেষ্ট কার্যকর বোলিং করেছে।’’

Advertisement
আরও পড়ুন