India vs Australia

ভুল থেকে শিক্ষা নিতে চাইছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টে ছাঁটাইয়ের মুখে অভিজ্ঞ ওপেনার

গত এক দশকে ভারতের মাটিতে টেস্টে তাঁর পারফরম্যান্স একেবারেই ভাল নয়। তাই ভুল থেকে এ বার শিক্ষা নিতে চাইছে অস্ট্রেলিয়া। অভিজ্ঞ ওপেনারকে বাদ দেওয়া হতে পারে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪২
file pic of australia cricket

অস্ট্রেলিয়ার তারকা ওপেনারকে বসানো হতে পারে। ছবি: পিটিআই

প্রথম টেস্টে চূড়ান্ত ব্যর্থ তিনি। শুধু তাই নয়, গত এক দশকে ভারতের মাটিতে টেস্টে তাঁর পারফরম্যান্স একেবারেই ভাল নয়। তাই ভুল থেকে এ বার শিক্ষা নিতে চাইছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারকে বাদ দিতে চলেছে তারা। দলে ফেরানো হতে পারে ট্রেভিড হেডকে। প্রথম টেস্টে হেডের বাদ যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়া হেরেছে ইনিংস এবং ১৩২ রানে। ওয়ার্নার সেই টেস্টে একেবারেই খেলতে পারেননি। প্রথম ইনিংসে ১ এবং দ্বিতীয় ইনিংসে ১০ রান করেছেন। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দলের মধ্যে নাকি ইতিমধ্যেই আলোচনা চলছে ওয়ার্নারকে বসানো নিয়ে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাটারকেও জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

সেই প্রতিবেদনে এটাও বলা হয়েছে, বাঁ হাতি স্পিনার ম্যাট কুনেম্যানকে দলে নেওয়া হতে পারে। সে কথা স্বীকার করে নিয়েছেন দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। তাঁকে নেওয়া হয়েছে মিচেল সোয়েপসনের পরিবর্ত হিসাবে। প্রথম সন্তানের জন্ম দেবেন অস্ট্রেলিয়ার স্পিনার সোয়েপসনের বাগদত্তা জেস। এই সময় জেসের পাশে থাকতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ছুটির আবেদন করেছিলেন তিনি। ছুটি মঞ্জুর হওয়ায় ব্রিসবেন ফিরে যাচ্ছেন অস্ট্রেলীয় লেগ স্পিনার। পরিবর্ত হিসাবে তাঁরই রাজ্য দলের সতীর্থ কুনেম্যানকে ভারতে পাঠানো হচ্ছে। নাগপুরে অবশ্য সোয়েপসন খেলেননি।

বাঁহাতি স্পিনার হিসাবে কামিন্সদের দলে আগে থেকেই রয়েছেন অ্যাস্টন আগার। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বাঁহাতি স্পিনাররা বেশি কার্যকর হবে বলে মনে করছে অস্ট্রেলিয়া শিবির। তাই সোয়েপসনের পরিবর্ত হিসাবে এক জন বাঁহাতি স্পিনার চেয়েছিলেন ম্যাকডোনাল্ড। তাঁর চাহিদা মতোই কুনেম্যানকে ভারতে পাঠাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বছর শ্রীলঙ্কা সফরে সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছে কুনেম্যানের। এখনও দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ হয়নি কুইন্সল্যান্ডের বাঁহাতি স্পিনারের।

চোট প্রায় সেরে গিয়েছে ক্যামেরুন গ্রিনের। দিল্লিতে বল করতে পারেন তিনি। গ্রিন বল করতে পারলে কামিন্সের হাতে বোলিংয়ের বিকল্প বাড়বে। দিল্লিতে অস্ট্রেলিয়া কত জন স্পিনার নিয়ে খেলবে তা এখনও ঠিক হয়নি। দিল্লি পৌঁছে সেখানকার উইকেট দেখে সিদ্ধান্ত নেবেন কামিন্সরা। নাগপুর টেস্টের পর তাঁর অবশ্য বুঝতে পারছেন, বর্ডার-গাওস্কর সিরিজ়ে ভাল কিছু করতে হলে স্পিনারদের উপরি ভরসা রাখতে হবে। স্পিন বোলিংয়ের উপর গুরুত্ব দিতে হবে।

Advertisement
আরও পড়ুন