India vs Australia

পাঁচ রেকর্ড: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে ভেঙে যেতে পারে

ভারতের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। পাশাপাশি টেস্টে বিশ্বের এক নম্বর দল হওয়ারও সুযোগ রয়েছে। চলতি সিরিজ়‌ে পাঁচটি রেকর্ড ভেঙে যেতে পারে। কী কী?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৩
file pic of pat cummins and virat kohli

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে একাধিক রেকর্ড ভেঙে যেতে পারে। ফাইল ছবি

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়। নাগপুরে প্রথম টেস্টের আগে প্রস্তুতি মগ্ন দুই দলই। ভারতের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। পাশাপাশি টেস্টে বিশ্বের এক নম্বর দল হওয়ারও সুযোগ রয়েছে। চলতি সিরিজ়‌ে পাঁচটি রেকর্ড ভেঙে যেতে পারে। কোন রেকর্ড, তা জানাচ্ছে আনন্দবাজার অনলাইন:

১) আর ৬৪ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসাবে ২৫ হাজার রান করবেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৪৯০টি ম্যাচ খেলেছেন তিনি। ৫৩.৭৪ গড়ে রয়েছে ২৪৯৩৬ রান। ভারতের হয়ে শুধু সচিন তেন্ডুলকরের ২৫ হাজারের বেশি রান রয়েছে।

Advertisement

২) আর এক উইকেট পেলেই টেস্টে ৪৫০ উইকেট হবে রবিচন্দ্রন অশ্বিনের। প্রথম টেস্টে তিনি উইকেট পেলে দ্রুততম ভারতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করবেন।

৩) প্রথম টেস্টে শতরান করলে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করবেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। দুই দেশের মধ্যে হওয়া ১৪টি টেস্টে খেলেছেন তিনি। রয়েছে আটটি শতরান। সচিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪টি টেস্ট খেলেছেন ন’টি শতরান করেছেন। স্মিথ চলতি সিরিজ়‌েই সচিনকে টপকে যেতে পারেন।

৪) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ২০টি ম্যাচ খেলে ১৮৯৩ রান করেছেন চেতেশ্বর পুজারা। আর ১০৭ রান করলেই চতুর্থ ভারতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ ব্যাটার হিসাবে বর্ডার-গাওস্কর ট্রফিতে ২০০০ বা তাঁর বেশি রান করার কৃতিত্ব অর্জন করবেন তিনি।

৫) ভারতের বিরুদ্ধে ২২টি টেস্টে ৯৪টি উইকেট নিয়েছেন নেথান লায়ন। যদি প্রথম টেস্টে ছ’টি উইকেট নেন, তা হলে ইতিহাসে তৃতীয় বোলার হিসাবে টেস্টে ভারতের বিরুদ্ধে ১০০টি উইকেট নেওয়ার নজির গড়বেন। পাশাপাশি বর্ডার-গাওস্কর সিরিজ়‌ে অনিল কুম্বলের পর দ্বিতীয় বোলার হিসাবে ১০০ উইকেট হবে তাঁর।

Advertisement
আরও পড়ুন