Ranji Trophy

আউট দুই ওপেনারই, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ধাক্কা সামলে বাংলাকে টানছেন অনুষ্টুপ-সুদীপ

রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে শুরুতেই বিপদে বাংলা। ৫১ রানের জুটি গড়ার পরেই আউট হয়ে সাজঘরে ফিরলেন দুই ওপেনার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০২
file pic of manoj tiwary

চাপে পড়ে গেল মনোজের বাংলা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে শুরুতেই আউট দলের দুই ওপেনার। ফাইল ছবি

রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে শুরুতেই বিপদে বাংলা। ৫১ রানের জুটি গড়ার পরেই আউট হয়ে সাজঘরে ফিরলেন দুই ওপেনার। অভিমন্যু ঈশ্বরণ এবং করণ লালের আউট হওয়ার ধরন একই। দু’জনেই বোল্ড হলেন বলের লাইন মিস্ করে। তবে প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছে বাংলা। প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ২ উইকেট হারিয়ে ১১১ রান তুলেছে তারা। ক্রিজে রয়েছেন অনুষ্টুপ মজুমদার এবং সুদীপ ঘরামি।

বুধবার ইনদওরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলা। শুরুটা খারাপ করেননি দুই ওপেনার অভিমন্যু এবং করণ। মধ্যপ্রদেশের বোলারদের প্রাথমিক চাপ সামলে দেন তারা। প্রথম উইকেটে ৫১ রান উঠে যাওয়ার পর মনে হয়েছিল ওপেনিং জুটি বড় রানের দিকে এগোচ্ছে। এমন সময় আঘাত হানেন মধ্যপ্রদেশের বোলার গৌরব যাদব। ফিরিয়ে দেন অভিমন্যুকে। ৩৩ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন অভিমন্যু। এ বার বাংলার অন্যতম সফল ব্যাটার তিনি। তাঁকে হারানোয় আচমকাই চাপে পড়ে যায় মনোজ তিওয়ারির দল।

Advertisement

ধাক্কার তখনও বাকি ছিল। পরের ওভারেই সাজঘরে ফেরেন আর এক ওপেনার করণও। তাঁকে বোল্ড করেন অনুভব আগরওয়াল। ৪৫ বলে ২৩ রান করেন করণ। সেই ধাক্কা সামলে নিয়েছে বাংলা। অনুষ্টুপ এবং সুদীপ ক্রিজে এসে ইতিমধ্যেই ৬০ রানের জুটি গড়ে ফেলেছেন। মধ্যাহ্নভোজের বিরতিতে সুদীপ ৩৩ রানে এবং অনুষ্টুপ ২৪ রানে ব্যাট করছেন।

Advertisement
আরও পড়ুন