India vs Australia

৪৮ ঘণ্টা পর শুরু টেস্ট, এখনও পিচ তৈরিই হয়নি আমদাবাদে! আঙুল রোহিত, দ্রাবিড়দের দিকে

আমদাবাদে বৃহস্পতিবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। অথচ এখনও নাকি পিচ তৈরিই হয়নি সেখানে। আরও একটি টেস্ট শুরুর আগে আবার পিচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ১৪:০৭
Picture of Rohit Sharma and Rahul Dravid

আমদাবাদে চতুর্থ টেস্টের আগে পিচ নিয়ে চিন্তায় রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা। —ফাইল চিত্র

সিরিজ়ের তিনটি টেস্টেই পিচ নিয়ে প্রশ্ন উঠেছে। আইসিসি জানিয়েছে, নাগপুর, দিল্লি ও ইনদওরের পিচে তারা খুশি নয়। এর মধ্যেই এ বার আমদাবাদের পিচ নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার থেকে টেস্ট শুরু হওয়ার কথা। তার ৪৮ ঘণ্টা আগে এখনও নাকি পিচ তৈরিই হয়নি। এই পরিস্থিতিতে ভারতীয় ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলেছে রাজ্য ক্রিকেট সংস্থা।

গুজরাত ক্রিকেট সংস্থার এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কী ধরনের পিচ তৈরি করা উচিত তা নিয়ে সংশয়ে ভারতীয় ক্রিকেট দল। তাই এখনও দলের তরফে তাঁদের কাছে কোনও নির্দেশ আসেনি। সেই কারণে পিচ তৈরি করতে সময় লাগছে। ওই আধিকারিক বলেছেন, ‘‘আমরা এখনও ভারতীয় ম্যানেজমেন্টের কাছ থেকে কোনও নির্দেশ পাইনি। তাই আমাদের পিচ প্রস্তুতকারকরা সাধারণ পিচ তৈরি করছে। গোটা মরসুমে এখানে যেমন পিচ হয় তেমনই পিচ তৈরি হচ্ছে।’’

Advertisement

সাধারণত, কোনও মাঠে খেলার আগে সেখানে পিচ তদারকি করেন বোর্ডের পিচ প্রস্তুতকারক। সেই তদারকি অবশ্য চলছে। ওই আধিকারিক বলেছেন, ‘‘বোর্ডের পিচ প্রস্তুতকারক নির্দেশ দিচ্ছেন। কিন্তু আমরা চেষ্টা করছি এমন পিচ তৈরি করতে যেখানে ভাল টেস্ট হয়।’’

ইনদওর টেস্টের আগে রোহিত শর্মা জানিয়েছিলেন, তৃতীয় টেস্ট জিতলে চতুর্থ টেস্টে পেস সহায়ক উইকেট চান তাঁরা। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্যই সে কথা বলেছিলেন রোহিত। কিন্তু ইনদওরে তৃতীয় টেস্ট হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখনও উঠতে পারেনি ভারত। তাই চতুর্থ টেস্টে কি পেস সহায়ক উইকেট দেখা যাবে? নাকি আগের তিন টেস্টের মতো ঘূর্ণি উইকেট হবে? এই দোটানায় হয়তো আছেন রোহিতরা।

ইনদওরের উইকেটের যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, উইকেটে এখনও ঘাস রয়েছে। এই উইকেটে পেসারদের জন্য সাহায্য থাকার কথা। তবে শেষ মুহূর্তে রাহুল দ্রাবিড়দের কোনও নির্দেশে পিচ বদলে ফেলা হতে পারে। সেটা অবশ্য বোঝা যাবে ম্যাচের দিন সকালে।

আরও পড়ুন
Advertisement