আবার উইকেট নিলেন জাডেজা। —ফাইল চিত্র
ভারতের থেকে ৪৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।
৬০ রান করে রবীন্দ্র জাডেজার বলে আউট উসমান খোয়াজা।
খোয়াজা-লাবুশেনের ৯৬ রানের জুটি ভাঙলেন সেই জাডেজা। ৩১ রান করে আউট লাবুশেন।
অর্ধশতরান করলেন উসমান খোয়াজা। যে পিচে ভারতীয় ব্যাটাররা খেলতে পারলেন না, সেই পিচে ভাল খেললেন খোয়াজা।
উসমান খোয়াজা ৩৩ ও মার্নাশ লাবুশেন ১৬ রান করে ব্যাট করছেন।
আরও এক বার নো বলের জন্য উইকেট পেলেন না জাডেজা। শূন্য রানের মাথায় মার্নাশ লাবুশেনকে আউট করে দিয়েছিলেন তিনি। পরে দেখা যায় নো বল করেছেন জাডেজা।
নিজের প্রথম ওভারেই ট্রাভিস হেডকে আউট করলেন রবীন্দ্র জাডেজা। ৯ রান করে আউট হলেন হেড।
১০৯ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাথু কুনেম্যান ৫ উইকেট নিলেন।
১৭ রান করে আউট হয়ে গেলেন উমেশ যাদব।
মধ্যাহ্নভোজের বিরতির পরেই আউট হয়ে গেলেন অশ্বিন। ভারতের অষ্টম উইকেটের পতন।
ক্রিজে রয়েছেন অক্ষর পটেল ও রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর ৬ ও অশ্বিন ১ রান করে খেলছেন।
১৭ রান করে লায়নের বলে আউট হলেন শ্রীকর ভরত।
ভাল খেলছিলেন বিরাট কোহলি। কিন্তু টড মারফির একটি নিচু হয়ে যাওয়া বলে আউট হলেন তিনি। ২২ রান করেছেন কোহলি।
ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও শ্রীকর ভরত। কোহলি ২১ ও ভরত ১০ রান করে খেলছেন।
কুনেম্যানের বলে আউট হয়ে গেলেন শ্রেয়স আয়ারও। পঞ্চম উইকেট হারাল ভারত।
জাডেজাকে আগে নামিয়ে লাভ হল না ভারতের। ৪ রান করে লায়নের বলে আউট হয়ে গেলেন তিনি।
স্পিনের সামনে অসহায় দেখাচ্ছে ভারতীয় ব্যাটারদের। এ বার নেথান লায়নের বলে ১ রান করে আউট পুজারা।
ভারতকে আরও একটি ধাক্কা দিলেন বাঁ হাতি স্পিনার কুনেম্যান। শুভমনকে আউট করলেন তিনি। শুরুটা ভাল করেছিলেন শুভমন। ১৮ বলে ২১ রান করে আউট হয়ে গেলেন তিনি।
তৃতীয় বার আর বাঁচতে পারলেন না রোহিত শর্মা। কুনেম্যানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে স্টাম্প হলেন তিনি। ১২ রান করে আউট ভারত অধিনায়ক।
মিচেল স্টার্কের প্রথম বলেই ক্যাচের আবেদন করেছিল অস্ট্রেলিয়া। আম্পায়ার আউট দেননি। অস্ট্রেলিয়া রিভিউ নেয়নি। পরে দেখা যায়, রোহিতের ব্যাটে লেগেছিল বল। রিভিউ নিলে আউট হয়ে যেতেন ভারত অধিনায়ক।