Aravinda de Silva

Cricket: কোহলী, রোহিতদের আটকে রেখে ক্রিকেটের সর্বনাশ করছে বিসিসিআই, তোপ প্রাক্তনের

ডি সিলভার মতে, বিদেশের প্রতিযোগিতাগুলোয় কোহলী, রোহিতদের খেলতে না দিয়ে ক্রিকেটেরই ক্ষতি করছে বিসিসিআই। আইসিসির ভূমিকাও যথাযথ নয়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২২ ১৮:৪১
বিরাট কোহলী এবং রোহিত শর্মা।

বিরাট কোহলী এবং রোহিত শর্মা। ফাইল ছবি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সুর চড়ালেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা। তাঁর বক্তব্য, বিসিসিআইয়ের জন্যই সর্বনাশ হচ্ছে ক্রিকেটের ছোট দেশগুলোর। আইসিসির ভূমিকাও যথাযথ নয়। ডি সিলভার দাবি, বিরাট কোহলী, রোহিত শর্মাদের বিদেশের টি-টোয়েন্ট লিগে খেলতে দেওয়া হোক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-সহ বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতাগুলি ক্রিকেটের উন্নতি করছে বলেই মত ডি’সিলভার। তাঁর মতে, কঠিন প্রতিযোগিতা সব সময়ই খেলার মান বৃদ্ধি করে। কিন্তু, সেরা খেলোয়াড়রা না খেললে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়। ডি সিলভা বলেছেন, ‘‘বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগগুলিতে সেরা ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া উচিত ভারতের। আইপিএল, বিগ ব্যাশ বা দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতাগুলো খেলোয়াড়দের উন্নতির সহায়ক।’’

Advertisement

মঙ্গলবার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটিং হয়েছে। কোন ক্রিকেটার ন্যূনতম কত টাকা পাবেন, সেই তলিকা চূড়ান্ত হয়েছে। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেললেও ভারতের কোনও ক্রিকেটার খেলবেন না। সেই পরিপ্রেক্ষিতেই বিসিসিআইয়ের উপর ক্ষোভ উগরে দিয়েছেন ডি সিলভা।

ডি সিলভার বক্তব্য, এই প্রতিযোগিতাগুলিতে স্থানীয় ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পান। কোথায় পার্থক্য, কোথায় উন্নতি দরকার, কী ভাবে অনুশীলন করা উচিত— এমন নানা কিছু সামনে দেখে বুঝতে, শিখতে পারেন। অনেক গুরুত্বপূর্ণ পরামর্শও পান তাঁরা। এই নিয়েই কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন ডি সিলভা। ভারতের ঘরোয়া ক্রিকেটাররা সেই সুযোগ পেলেও অন্য দেশের তরুণ ক্রিকেটাররা ভারতের সেরা ক্রিকেটারদের থেকে শেখার সুযোগ থেকে বঞ্চিত।

ডি সিলভা বলেছেন, ‘‘যদি একটা দেশই নিয়ন্ত্রণ করার মতো জায়গায় থাকে, তা হলে আইপিএলের মতো প্রতিযোগিতাই হবে। বিসিসিআই একচেটিয়া ভাবে চলছে। অন্য দেশের সেরা ক্রিকেটারদের আইপিএলে খেলালেও নিজেদের ক্রিকেটারদের অন্য দেশের প্রতিযোগিতায় খেলতে দেয় না ভারত।’’ তাঁর দাবি, ভারতের উচিত ছোট দেশগুলির ক্রিকেটের উন্নতিতে সাহায্য করা।

ডি সিলভা বলেছেন, ‘‘বিভিন্ন দেশে ক্রিকেটের মান ক্রমশ খারাপ হচ্ছে। প্রতিযোগিতাগুলোর মান নষ্ট হচ্ছে। ভারতের উচিত একটা পথ বের করা। অন্য দেশগুলোকেও সাহায্য করতেই পারে ওরা।’’

আইসিসির ভূমিকারও সমালোচনা করেছেন ডি সিলভা। বলেছেন, ‘‘আইসিসি দায় এড়াতে পারে না। ওদের উচিত পদক্ষেপ করা। জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকার মতোই অবস্থা হবে বাকি সব দেশের। সকলেই দেখছে, এই দু’দেশের ক্রিকেটের নাম কতটা খারাপ হয়েছে।’’ আইপিএলে শ্রীলঙ্কার ক্রিকেটাররা অনেকে খেলার সুযোগ পাওয়ায় অবশ্য সন্তোষ প্রকাশ করছেন তিনি।

আরও পড়ুন
Advertisement