ICC World Cup 2023

বিশ্বরেকর্ড করে শতরান রোহিতের, শনিবার পাকিস্তান ম্যাচের আগে অধিনায়কের ব্যাট বড় ভরসা ভারতের

বিশ্বকাপের প্রথম ম্যাচে রান পাননি। দ্বিতীয় ম্যাচেই শতরান এল রোহিতের ব্যাট থেকে। আফগানিস্তানের বিরুদ্ধে করলেন এক দিনের ক্রিকেটের ৩১তম শতরান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৯:৪৬
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

এক দিনের ক্রিকেটে ৩১তম শতরান রোহিত শর্মার। দিল্লির ২২ গজে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর শতরান এল ৬৩ বলে। তাঁর দাপটের সামনে কার্যত দিশেহারা দেখাল আফগান বোলিং আক্রমণকে। বিশ্বকাপে রোহিতের সপ্তম শতরান হল বুধবার। আগামী শনিবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে অধিনায়কের ব্যাটেও ভরসা খুঁজে পেল ভারতীয় শিবির।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই চেনা মেজাজে ‘হিটম্যান’। বুধবার শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত। আফগানিস্তানের কোনও বোলারকে থিতু হওয়ার সময়টুকুও দেননি। ভারতীয় দলের অধিনায়কের দাপুটে ব্যাটিং নিয়ন্ত্রণ করার কোনও উপায় বার করতে পারেননি আফগান ক্রিকেটারেরা। ১২টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে শতরান পূর্ণ করলেন রোহিত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুই ওপেনারই আউট হয়েছিলেন শূন্য রানে। তবু এ দিন রোহিত ওপেন করতে নামেন ঈশান কিশনকে নিয়েই। তাঁর ব্যাটিং দাপট উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। ঈশানও আগ্রাসী ভাবে শুরু করার চেষ্টা করেছিলেন। কিন্তু অধিনায়কের খুনে মেজাজ দেখে নিজেকে গুটিয়ে নেন তিনি। চেষ্টা করেছেন যতটা বেশি সম্ভব রোহিতকে স্ট্রাইক দিতে।

বিশ্বকাপে ভারতের পরবর্তী প্রতিপক্ষ পাকিস্তান। শনিবার বাবর আজ়মদের বিরুদ্ধে নামার আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গেলেন রোহিত। এশিয়া কাপেও রান পেয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতেও তাঁর ব্যাট কথা বললে, ভারতীয় শিবিরের কাজ অনেক সহজ হয়ে যাবে।

Advertisement
আরও পড়ুন