রোহিত শর্মা। — ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে ভারত ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলে। তবে সেই ম্যাচ বাতিল করা হয়েছে বলে শোনা যাচ্ছে। ভারতীয় বোর্ড সে কথা ঘোষণা না করলেও ‘ক্রিকইনফো’ ওয়েবসাইটের দাবি, সেই ম্যাচ হচ্ছে না। বরং ওই সময়টা কাজে লাগানো হবে অনুশীলনে।
অস্ট্রেলিয়ার মাটিতে টানা তৃতীয় সিরিজ় জয়ের স্বপ্ন দেখছে ভারত। ১৫-১৭ নভেম্বর রুদ্ধদ্বারে এই প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে দল পরিচালন সমিতি এখন পরিকল্পনা বদল করেছে বলে শোনা যাচ্ছে। তারা ওই তিন দিন একাধিক নেট সেশন করতে চাইছে। পাশাপাশি মাঠের মাঝের পিচে ম্যাচের নির্দিষ্ট পরিস্থিতি তৈরি করে সেই অনুযায়ী অনুশীলন করতে চাইছে।
একই মাঠে ভারতের পর অনুশীলন করবে অস্ট্রেলিয়াও। সাম্প্রতিক কালে কম ম্যাচ খেলা ক্রিকেটারদের কাছে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হবে। স্টিভ স্মিথ বলেছেন, “পার্থের মাঝের উইকেটে ভাল প্রস্তুতির দিকে তাকিয়ে আমরা। অপ্টাস স্টেডিয়ামের (যেখানে টেস্ট হবে) মতোই পরিস্থিতি পাওয়ার আশা করছি।”
অস্ট্রেলিয়ার আগের দু’টি সফরে দু’বারই প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে এবং ২০১৮-১৯ মরসুমে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে। তবে ইদানীং কোনও সফরের আগে প্রস্তুতি ম্যাচ খেলার প্রবণতা উঠেই গিয়েছে। অস্ট্রেলিয়াও এ বছর ভারত সফরে এসে কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট শেষ হচ্ছে ৫ নভেম্বর। তাঁর দিন কয়েকের মধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিতে পারে ভারত। অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম টেস্টের আগে অন্তত দু’সপ্তাহ অনুশীলন করার ভাবনাচিন্তা রয়েছে।