BCCI

মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক ভারতীয় ক্রিকেট বোর্ডের, সৌরভ-জয়রা কি লড়াই করবেন নির্বাচনে?

১৮ অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। তার আগে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক সৌরভদের। বৈঠকে নির্বাচনী রণকৌশলের পাশাপাশি শাসক গোষ্ঠীর সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হতে পারে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ২১:৪০
মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন জয়, সৌরভরা।

মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন জয়, সৌরভরা। ছবি: টুইটার।

বার্ষিক সাধারণ সভার আগে মঙ্গলবার গুরুত্ব বৈঠকে বসবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। এই বৈঠকের জন্য বিসিসিআইয়ের পদাধিকারীরা সোমবার রাতেই মুম্বই পৌঁছে গিয়েছেন। সূত্রের খবর, বোর্ডের পরবর্তী পদাধিকারী কারা হবেন, তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।

আগামী দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কি না, তার কিছুটা আভাস পাওয়া যেতে পারে মঙ্গলবারের বৈঠকের পর। বোর্ডের আগামী নির্বাচনে লড়াই করা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সৌরভ। ভারতের সাধারণ ক্রিকেটপ্রেমীদের একাংশ অবশ্য তাঁকেই আবার বিসিসিআই সভাপতির মসনদে দেখতে চান। যদিও সৌরভের বোর্ড সভাপতি হিসাবে আগামী দিনেও কাজ চালিয়ে যাওয়া নির্ভর করবে বেশ কয়েকটি সমীকরণের উপর। নির্বাচনে বর্তমান শাসক গোষ্ঠীর পক্ষে কোন পদে কে প্রার্থী হতে পারেন, তা নিয়ে আলোচনা হতে পারে মঙ্গলবারের বৈঠকে।

Advertisement

মঙ্গলবারের গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে মুখ খোলেননি বোর্ডের কোনও কর্তাই। আলোচনা হতে পারে নির্বাচনী রণকৌশল নিয়েও। সৌরভ বা জয় শাহরা আগামী দিনে কোন পদে থাকবেন বা আদৌ থাকবেন কি না— সে সবই স্পষ্ট হবে ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর।

Advertisement
আরও পড়ুন