BGT 2024-25

রোহিত-কোহলি-বুমরাহেরা যা, তাঁর কাছে বাকিরাও তা-ই, বুঝিয়ে দিলেন গম্ভীর

পর পর দু’টি টেস্ট সিরিজ়ে হারের পর গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, প্রথম একাদশে থাকতে হলে পারফর্ম করতে হবে। কারও প্রতি পক্ষপাতিত্ব করবেন না। দলের সবাই সমান তাঁর কাছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১১:৫৫
picture of Gautam Gambhir

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

মেলবোর্নে টেস্টের পর থেকে ভারতীয় সাজঘরের পরিবেশ নিয়ে নানা জল্পনা চলছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে এসে সব জল্পনা উড়িয়ে দিলেন কোচ গৌতম গম্ভীর। তাঁর বক্তব্য, গত কয়েক দিনে অনেক কিছু লেখা, বলা হয়েছে। সেগুলোর অধিকাংশই ঠিক নয়। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, সাজঘরে রোহিত শর্মা বা বিরাট কোহলি আলাদা কোনও গুরুত্ব পান না। দলের সকলেই তাঁর কাছে সমান।

Advertisement

দলের ক্রিকেটারদের সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে গম্ভীর বলেছেন, ‘‘এটা দল। এক বা দু’জনের ব্যাপার নয়। কোচ হিসাবে আমি দু’-তিন জনকে আলাদা ভাবে দেখলে বা গুরুত্ব দিলে বাকিদের প্রতি অবিচার করা হবে। তা হলে আমি নিজের কাছে সৎ থাকতে পারব না। দলের কেউ এখনও একটা টেস্টও খেলেনি। আবার কেউ ১০০টি টেস্ট খেলেছে। কিন্তু আমার কাছে সবাই সমান। সকলকে সমান গুরুত্ব দেওয়াই আমার লক্ষ্য।’’ আলাদা করে নাম না করেও গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, তাঁর দলে রোহিত বা কোহলির আলাদা গুরুত্ব নেই। অভিমন্যু ঈশ্বরণ বা প্রসিদ্ধ কৃষ্ণদেরও সমান ভাবে দেখেন তিনি। দলের সবাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

ক্রিকেটারদের থেকে আপনি কী চান? গম্ভীর বলেছেন, ‘‘খুব সাধারণ। সাজঘরের সকলে নিজের ১০০ শতাংশ দিয়ে লড়াই করবে এটাই চাই। শুধু ক্রিকেটারেরা নয়, সাপোর্ট স্টাফেরা তাদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করবে। আমরা জেতার, ভাল ফলের লক্ষ্যে খেলি। সেই ফলাফলের জন্য সকলে সততার সঙ্গে সঠিক কাজ করার চেষ্টা করবে। ভারতীয় ক্রিকেটের উন্নতির স্বার্থে চেষ্টা করবে।’’

দলের পরিবেশ নিয়ে গম্ভীর আরও বলেছেন, ‘‘এটা আমার দল নয়। কারও ব্যক্তিগত দলও নয়। এটা দেশের দল। আমাদের ক্রিকেটারেরা অত্যন্ত সৎ। সাফল্যের জন্য আমরা কতটা মরিয়া, সেটা সাজঘরের সকলে জানে। কে কী অবদান রাখতে পারে দলের জন্য, সেটাও সকলের জানা। আমার কাছে সবাই সমান। আমার সবচেয়ে বড় দায়িত্ব হল দলের সকলের সঙ্গে সমান এবং ন্যায্য ব্যবহার করা।’’

পর পর দু’টি টেস্ট সিরিজ়ে হারের পর গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, প্রথম একাদশে থাকতে হলে পারফর্ম করতে হবে। তাঁর হাতে বিকল্পের অভাব নেই। প্রয়োজনে অন্যদের সুযোগ দেবেন। কারও প্রতি পক্ষপাতিত্বের সুযোগ নেই। উল্লেখ্য, রবিবার ভারতীয় দল সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে ছ’উইকেটে হেরে গিয়েছে। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৫৭ রানে। জয়ের জন্য ১৬২ রান তাড়া করে ৬ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ভারত সিরিজ়ে হেরেছে ১-৩ ব্যবধানে।

Advertisement
আরও পড়ুন