AIKM Protest

কৃষি-নীতির বিরুদ্ধে বিক্ষোভ মোর্চার

সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার তরফে অমল হালদার, কার্তিক পালদের অভিযোগ, কেন্দ্রের কৃষি আইনেরই একটি ‘বিপজ্জনক সংস্করণ’ এই নীতি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ০৯:০৬

কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিপণন নীতি (এনপিএফএএম) প্রত্যাহারের দাবিতে সোমবার গোটা দেশের সঙ্গে রাজ্যেও বিক্ষোভ দেখাল সংযুক্ত কিসান মোর্চা। পূর্ব বর্ধমান, নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলার নানা জায়গায় মোর্চার নেতৃত্বে পথে নেমেছিলেন চাষি, খেতমজুরেরা। সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার তরফে অমল হালদার, কার্তিক পালদের অভিযোগ, কেন্দ্রের কৃষি আইনেরই একটি ‘বিপজ্জনক সংস্করণ’ এই নীতি। এর ফলে কৃষি-ক্ষেত্রে বেসরকারি পুঁজির প্রবেশ এবং দেশের গণবণ্টন ব্যবস্থা বিপন্ন হবে। পঞ্জাব সরকার ইতিমধ্যেই কেন্দ্রের এই নীতি প্রত্যাখ্যান করেছে, সেই দৃষ্টান্ত স্মরণ করিয়ে দিয়ে মোর্চা নেতৃত্ব দাবি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারও সেই পথে হাঁটুক।

Advertisement
Advertisement
আরও পড়ুন