Ibrahim Zadran

শুভমনকে টপকে গেলেন আফগানিস্তানের জ়াদরান, এক দিনের ক্রিকেটে নতুন কী নজির হল?

২৮ মাস পর গত বছর ফেব্রুয়ারিতে জাতীয় দলে ফিরেছিলেন জ়াদরান। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান হাতছাড়া হয়েছে। তবে প্রত্যাবর্তনের পর এক দিনের ক্রিকেটে করেছেন তিনটি শতরান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৮:৩৬
picture of Shubman Gill

শুভমন গিল। —ফাইল ছবি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে আফগানিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওপেনিং ব্যাটার ইব্রাহিম জ়াদরান। এক দিনের ক্রিকেটে চতুর্থ শতরান হাতছাড়া করলেও আলোচনায় উঠে এসেছেন ২১ বছরের আফগান ব্যাটার। ভেঙে দিয়েছেন শুভমন গিলের একটি রেকর্ড।

এক দিনের আন্তর্জাতিকের নবম ইনিংসে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন জ়াদরান। শুভমন এক দিনের আন্তর্জাতিকে ৫০০ রান করতে নিয়েছিলেন ১০টি ইনিংস। এ ক্ষেত্রে বিশ্বরেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। তাঁর সাতটি এক দিনের ইনিংসে ৫০০ রান করার কৃতিত্ব রয়েছে।

Advertisement

বিরাট কোহলির মতো ১৮ নম্বর জার্সি পরে খেলেন জ়াদরান। ২০১৯ সালে আফগানিস্তানের হয়ে এক দিনের আন্তর্জাতিকে অভিষেক হলেও এত দিনে খেলেছেন মাত্র ৯টি ম্যাচ। একটি ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে। গত এক বছর ভাল ছন্দে রয়েছেন তিনি। ফিরেছেন জাতীয় দলেও। শুক্রবার এক দিনে ম্যাচ খেলতে নেমেছিলেন ছ’মাস পর। তবু তাঁকে থামাতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। শুক্রবার আগ্রাসী মেজাজে ৩৫ বলে অর্ধশতরান করার পর রান তোলার গতি কমিয়ে দিয়েছিলেন জ়াদরান। সতীর্থ রহমত শাহকে ২২ গজে থিতু হওয়ার সুযোগ দেন। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁদের ১৪৬ রান আফগানদের জয়ের ভিত তৈরি করে দেয়।

২০১৭ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে প্রথম নজর কেড়েছিলেন জ়াদরান। ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সুবাদে ডাক পান জাতীয় দলেও। কিন্তু ছন্দ ধরে না রাখতে পেরে হারিয়ে গিয়েছিলেন। ছন্দ হারালেও আত্মবিশ্বাস অটুট ছিল তাঁর। সেই আত্মবিশ্বাসে ভর দিয়েই আবার ফিরে এসেছেন জাতীয় দলে। পাচ্ছেন সাফল্যও। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ২৮ মাস পর জাতীয় দলে ফেরেন তিনি। তার পর খেলেছেন আটটি এক দিনের ম্যাচ। এর মধ্যে তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি শতরান। সর্বোচ্চ জ়িম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ১২১ রানের ইনিংস। শুক্রবার শতরান করতে পারলে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় শতরান করে ফেলতেন তিনি।

শুক্রবার শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচে ক্রিকেটপ্রেমীদের নজর ছিল মাথিশা পাতিরানার দিকে। চেন্নাই সুপার কিংসের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে শ্রীলঙ্কার জোরে বোলারের গুরুত্বপূর্ণ অবদান ছিল। স্বভাবতই ক্রিকেটপ্রেমীদের নজর ছিল পাতিরানার দিকে। কিন্তু অনবদ্য পারফরম্যান্সে নজর কেড়ে নিয়েছেন জ়াদরান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement