ICC ODI World Cup 2023 Final

বিশ্বকাপে মোট আর্থিক পুরস্কার ৮৩ কোটি টাকা, চ্যাম্পিয়ন হলে কত পাবেন রোহিতেরা?

বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০টি দল মিলে ৮৩ কোটি টাকার আর্থিক পুরস্কার পাবে আইসিসির কাছ থেকে। সব থেকে বেশি আর্থিক পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১২:১৪
picture of ICC ODI world cup trophy

এক দিনের বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

২০০৩ সালের ২০ বছর পর এক দিনের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে রোহিত শর্মারা। অন্য দিকে টানা আটটি ম্যাচ জিতে ট্রফির লড়াইয়ে প্যাট কামিন্সের দল। দুই দলের জন্যই থাকছে মোটা আর্থিক পুরস্কার। বিশ্বকাপে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মোট ১ কোটি ডলার আর্থিক পুরস্কার হিসাবে দিচ্ছে। যা ভারতীয় মূল্যে প্রায় ৮৩ কোটি টাকা।

Advertisement

এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত ভারত। রাউন্ড লিগ পর্বের সব ম্যাচ জেতার পর পর সেমিফাইনালেও জয় এসেছে। বিশ্বকাপে লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দিয়েছে ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩৪ হাজার টাকা। ভারত লিগ পর্বে ন’টি ম্যাচেই জয় পেয়েছে। তাই রোহিত, বিরাটেরা পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৩ কোটি টাকা জেতা হয়ে গিয়েছে ভারতীয় দলের। সেমিফাইনালে জেতার জন্য অবশ্য আলাদা করে আর্থিক পুরস্কার পাননি রোহিতেরা। বিশ্বকাপ জয়ী দলকে আইসিসি পুরস্কার হিসাবে দেবে ৪০ লাখ ডলার বা প্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা। ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারলে পুরস্কার মূল্য হিসাবে আইসিসির কাছ থেকে পাবে মোট ৩৬ কোটি ৩২ লাখ টাকার মতো। রোহিতেরা রানার্স হলে পাবেন ২০ লাখ ডলার বা প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ ভারতীয় দল রানার্স হলে পুরস্কার মূল্য হিসাবে পাবে প্রায় ১৯ কোটি ৬৬ লাখ টাকা।

অন্য দিকে, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলে বা রানার্স হলে ভারতের থেকে ৮০ হাজার ডলার কম পাবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭ লাখ টাকা কম। কারণ কামিন্সেরা লিগ পর্বের দু’টি ম্যাচ হেরেছেন। তাই তাঁরা চ্যাম্পিয়ন হলে পাবেন ৩২ কোটি ৬৭ লাখ টাকার মতো। আর রানার্স হলে পাবেন প্রায় ১৮ কোটি ৯৯ লাখ টাকা।

সেমিফাইনালের পরাজিত দু’দল নিউ জ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৮ লাখ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬ কোটি ৬৬ লাখ টাকার মতো। সব মিলিয়ে বিশ্বকাপে সব থেকে আর্থিক পুরস্কার জেতার সুযোগ রয়েছে রোহিতদের সামনেই।

Advertisement
আরও পড়ুন