ICC ODI World Cup 2023 Final

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল কি বৃষ্টিতে ভাসবে? কী বলছে আমদাবাদের আবহাওয়ার পূর্বাভাস?

মাঝেমধ্যেই বৃষ্টিতে ভেস্তে যায় ক্রিকেট ম্যাচ। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল কিছু ক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছিল বৃষ্টির জন্য। তাই ক্রিকেটপ্রেমীরা চিন্তিত আবহাওয়া নিয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ১১:১৫
picture of Narendra Modi Stadium

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। —ফাইল চিত্র।

বিশ্বকাপ ফাইনাল বলে কথা। মুখোমুখি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দু’দল ভারত এবং অস্ট্রেলিয়া। টান টান লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ফাইনাল উপলক্ষে নানা আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সবার চিন্তা একটাই। বৃষ্টিতে ভেসে যাবে না তো বিশ্বকাপ ফাইনাল?

Advertisement

ফাইনালের দু’দল এবং আয়োজকদের চোখ আমদাবাদের আকাশের দিকে। ক্রিকেটপ্রেমীরাও বার বার আবহাওয়ার খবর নিচ্ছেন। রবিবার সকাল থেকে অবশ্য আমদাবাদের আকাশ পরিষ্কার রয়েছে। রোদ ঝলমল করছে গুজরাতের প্রায় সব জায়গাই। সকাল সাড়ে ১০টার সময় আমদাবাদের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও ২৬ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভব হচ্ছে। বাতাসের গতিবেগ ১১ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

বেলা বাড়লে কি আমদাবাদের আবহাওয়া পরিবর্তন হবে? তেমন কোনও পূর্বাভাস দেননি আবহবিদেরা। সারা দিনই আকাশ থাকবে মেঘমুক্ত। সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার আমদাবাদে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, নির্বিঘ্নেই হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। প্রকৃতি কোনও সমস্যা করবে না। তাই ভারত-অস্ট্রেলিয়ার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করাই যায়। যা উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement
আরও পড়ুন