ICC ODI World Cup 2023

১০ কোটি এখনই পকেটে রোহিতদের, চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে ভারতীয় দল?

বিশ্বকাপে মোটা আর্থিক পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে। লিগ পর্বেই ১০ কোটি টাকা নিশ্চিত করে ফেলেছেন রোহিতেরা। আরও টাকা জিততে পারেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৬:৫৭
picture of Indian cricket team

বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। —ফাইল চিত্র।

বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। লিগ পর্বে চারটি ম্যাচ জিতেছেন বাবর আজ়মেরা। হতাশজনক পারফরম্যান্সের পরেও পুরস্কারমূল্য হিসাবে পাকিস্তান পাচ্ছে ২ কোটি ১৮ লাখ টাকার বেশি। তা হলে অপরাজিত থেকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা?

Advertisement

বিশ্বকাপে লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দিচ্ছে ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩৪ হাজার টাকা। ভারত লিগ পর্বে ন’টি ম্যাচেই জেতার পথে। তাই রোহিত, বিরাটেরা পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ, প্রায় ৩ কোটি টাকা জেতা হয়ে গিয়েছে ভারতীয় দলের।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ রোহিতেরা হেরে গেলে পাবেন ৮ লাখ ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ৬ কোটি ৬৬ লাখ টাকার বেশি। সেমিফাইনাল থেকে বিদায় নিলেও রোহিতরা আইসিসির কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা পাবেন। যা এখন নিশ্চিত হয়ে গিয়েছে।

কেন উইলিয়ামসনদের হারিয়ে ভারতীয় দল ফাইনালে উঠতে পারলে আর্থিক পুরস্কারও বৃদ্ধি পাবে। রোহিতেরা রানার্স হলে পাবেন ২০ লাখ ডলার বা প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ, ভারতীয় দল রানার্স হলে পুরস্কারমূল্য হিসাবে পাবে প্রায় ১৯ কোটি ৬৬ লাখ টাকা।

বিশ্বকাপ জয়ী দলকে আইসিসি পুরস্কার হিসাবে দেবে ৪০ লাখ ডলার বা প্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা। ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারলে পুরস্কারমূল্য হিসাবে আইসিসির কাছ থেকে পাবে মোট ৩৬ কোটি ৩২ লাখ টাকার মতো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement