Manali Snowfall

মানালিতে হিম দুর্যোগ! আটক ১০০০০ পর্যটককে উদ্ধার, আগামী ৪৮ ঘণ্টায় আরও তুষারপাতের সতর্কতা

মানালির ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, তুষারপাতের জেরে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছে। ফলে অনেক গাড়িকে সরানো যাচ্ছে না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৬
বরফে ঢাকা মানালি। ছবি: পিটিআই।

বরফে ঢাকা মানালি। ছবি: পিটিআই।

হিমাচল প্রদেশে আগামী ৪৮ ঘণ্টায় ভারী তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। গত দু’দিন ধরে তুষারপাতের জেরে কুলু, মানালি এবং সোলাং উপত্যকায় কয়েক হাজার পর্যটক আটকে ছিলেন। রাজ্য পুলিশ শনিবার জানিয়েছে, মানালি এবং সোলাং উপত্যকায় আটকে থাকা ১০ হাজার পর্যটককে উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় ২০০০ গাড়ি আটকে পড়েছিল। গাড়িগুলিকেও নিরাপদে সরানোর ব্যবস্থা করা হয়েছে। তবে ১০০টি গাড়ির চালক না থাকায় সেগুলি আটকে রয়েছে।

Advertisement

মানালির ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, তুষারপাতের জেরে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছে। ফলে অনেক গাড়িকে সরানো যাচ্ছে না। আবহাওয়ার উন্নতি হলেই এবং তুষারপাতের পরিমাণ কমলেই গাড়িগুলিকে সরানোর ব্যবস্থা করা হবে। সোলাং উপত্যকায় আপাতত পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে নেহরু কুণ্ড পর্যন্ত গাড়ি যেতে দেওয়া হচ্ছে।

তুষারপাতের কারণে এক সপ্তাহ ধরে অটল টানেলে যান চলাচল বন্ধ। ১৫ কিলোমিটার দীর্ঘ পথ কয়েকশো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে। কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পর্যটকের আনাগোনা কমেনি মানালিতে। বরং বাড়ছে বলেই দাবি হোটেল ব্যবসায়ীদের অনেকেরই। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি পশ্চিমি ঝঞ্ঝার আবির্ভাব হয়েছে। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে মানালি-সহ হিমাচলের পাহাড়ি এলাকাগুলিতে।

Advertisement
আরও পড়ুন