রোহিত শর্মা এবং বাবর আজ়ম। —ফাইল চিত্র।
শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দিল নিউ জ়িল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে গেলে এখন কঠিন অঙ্ক বাবর আজ়মদের সামনে। ইডেনে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। সেই ম্যাচে কী করতে হবে পাকিস্তানকে?
যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে
সেমিফাইনালে উঠতে হলে জিততে হবে অন্তত ২৮৭ রানের ব্যবধানে। অর্থাৎ প্রথমে ব্যাট করে পাকিস্তান যদি ৩০০ রান করে, তাহলে ইংল্যান্ডকে ১৩ রানের মধ্যে অল আউট করতে হবে।
যদি পাকিস্তান প্রথমে বল করে
পাকিস্তানকে অন্তন্ত ২৮৪ বল বাকি থাকতে জিততে হবে। অর্থাৎ ইংল্যান্ড প্রথমে ব্যাট করে যদি ৫০ রান করে, তাহলে পাকিস্তানকে সেই রান তুলে ফেলতে হবে ২.৪ ওভারের মধ্যে।
দু’টি অঙ্কই বেশ কঠিন। তবে ক্রিকেটে কোনও কিছুই অসম্ভব নয়। সেমিফাইনালে ওঠা তাই পাকিস্তানের পক্ষে এখনও সম্ভব। ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে পাকিস্তানকে, সেই সঙ্গে মাথায় রাখতে হবে দু’টি অসম্ভব কঠিন অঙ্ক। টসের পরেই ঠিক হয়ে যাবে কোন অঙ্ক মাথায় নিয়ে নামবেন বাবরেরা।
বিশ্বকাপের সেমিফাইনালে তিনটি দল নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। ভারত এক নম্বরেই থাকবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। শেষ জায়গার জন্য লড়ছে তিনটি দল। নিউ জ়িল্যান্ড, পাকিস্তান ছাড়াও লড়াইয়ে রয়েছে আফগানিস্তান। কিউইরা বৃহস্পতিবার জিতে শেষ চারে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলল। এখন পাকিস্তানের সামনে কঠিন অঙ্ক। আর আফগানিস্তানের? সেই অঙ্ক কঠিনতম।