অংশুল কমবোজ। —ফাইল চিত্র।
রঞ্জি ট্রফিতে নজির গড়লেন অংশুল কমবোজ। ৩৯ বছর পর আবার এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির হরিয়ানার পেসারের। কেরলের বিরুদ্ধে ১০ উইকেট নিলেন তিনি। রঞ্জি ট্রফিতে তৃতীয় বোলার হিসাবে এক ইনিংসে ১০ উইকেট নিলেন কোনও বোলার।
রঞ্জি ট্রফিতে এক ইনিংসে প্রথম বার ১০ উইকেট নেওয়ার রেকর্ডটি বাংলার পেসার প্রেমাংশু চট্টোপাধ্যায়ের। ১৯৫৬-৫৭ মরসুমে অসমের বিরুদ্ধে এক ইনিংসে ২০ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৮৫-৮৬ মরসুমে রাজস্থানের প্রদীপ সুন্দরম বিদর্ভের বিরুদ্ধে এক ইনিংসে ৭৮ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। ৩৯ বছর পর আবার সেই নজির গড়লেন হরিয়ানার অংশুল। কেরলের বিরুদ্ধে ৪৯ রান দিয়ে ১০ উইকেট নিলেন তিনি। কেরলের ইনিংস শেষ ২৯১ রানে।
রঞ্জিতে তৃতীয় বোলার হলেও অংশুল ভারতীয়দের মধ্যে ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন ষষ্ঠ বোলার হিসাবে। সুভাষ গুপ্ত, অনিল কুম্বলে এবং দেবাশিস মোহান্তিও ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন। লেগ স্পিনার সুভাষ ১৯৫৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাহওয়ালপুর একাদশের হয়ে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। ২০০১ সালে দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে ১০ উইকেট নিয়েছিলেন দেবাশিস। দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে শুধু কুম্বলের। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৯৯ সালে দিল্লিতে এই নজির গড়েছিলেন তিনি।
সম্প্রতি ভারতের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ডের অজাজ পটেল মুম্বইয়ে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ডটি গড়েছিলেন ইংল্যান্ডের জিম লেকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৫৬ সালে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।