Hardik Pandya

উঁকি দিচ্ছে পেটের পেশি, ফিটনেস নিয়ে জল্পনা উড়িয়ে শ্রীলঙ্কা সফরের আগে নতুন রূপে হার্দিক

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে জল্পনা উঠেছে, ফিটনেসের কারণেই নাকি নেতৃত্ব দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে হার্দিককে। তবে সমাজমাধ্যমে ছবি পোস্ট করে সেই জল্পনার কথা উড়িয়ে দিয়েছেন হার্দিক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১২:১৫
cricket

হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ে তাঁর বদলে সূর্যকুমার যাদবের অধিনায়ক হওয়া কার্যত নিশ্চিত। জল্পনা উঠেছিল, ফিটনেসের কারণেই নাকি নেতৃত্ব দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে হার্দিককে। তবে সমাজমাধ্যমে ছবি পোস্ট করে ফিটনেস নিয়ে জল্পনার কথা উড়িয়ে দিয়েছেন হার্দিক। সেই ছবিতে হার্দিকের পেশিবহুল চেহারা দেখা যাচ্ছে।

Advertisement

হার্দিক পাশাপাশি দু’টি ছবি পোস্ট করেছেন। বাঁ দিকে যে ছবি দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে পেটে সামান্য মেদ রয়েছে। কিন্তু ডান দিকের ছবিতে সেই মেদ ঝরে গিয়ে হার্দিকের ‘অ্যাব্‌স’ বা পেটের পেশি দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে হার্দিক লিখেছেন, “২০২৩-র বিশ্বকাপে ভয়ঙ্কর চোট পাওয়ার পরে যাত্রাপথটা কঠিন ছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেই পরিশ্রম সার্থক হয়েছে। যত দিন আপনি চেষ্টা করবেন, তত দিন ফলাফল আসবে। কঠোর পরিশ্রম কখনও বৃথা যায় না। আসুন, সবাই মিলে নিজের সেরাটা দিই এবং ফিটনেসের ব্যাপারে আরও পরিশ্রম করি।”

একাধিক সংবাদমাধ্যমের খবর ছিল, শ্রীলঙ্কা সিরিজ়ে হার্দিকের ফিটনেস নজর এসেছে নির্বাচকদের। তাঁরা চাইছেন, হার্দিক শারীরিক সুস্থতার দিকে আরও জোর দিন। তাঁর ওয়ার্কলোডও যাতে কম থাকে, সে দিকেও নজর দেওয়া হচ্ছে।

Advertisement
আরও পড়ুন