ICC Ranking

ICC Ranking: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতিয়ে এক দিনের ক্রমতালিকায় কতটা এগোলেন ঋষভ, হার্দিকরা

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পুরস্কার পেলেন ভারতীয় ক্রিকেটাররা। আইসিসির ক্রমতালিকায় এগিয়েছেন হার্দিক, পন্থরা। যদিও পিছিয়ে গিয়েছেন বুমরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ২১:৪৫
ক্রমতালিকায় এগোলেন হার্দিক, ঋষভরা।

ক্রমতালিকায় এগোলেন হার্দিক, ঋষভরা। ফাইল ছবি।

চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারেননি যশপ্রীত বুমরা। সেই চোটের প্রভাব পড়ল ক্রমতালিকাতেও। জস বাটলারদের বিরুদ্ধেই ভাল পারফরম্যান্সের সুবাদে অলরাউন্ডারদের ক্রমতালিকায় ১৩ ধাপ উঠে এলেন হার্দিক পাণ্ড্য।

বোলারদের তালিকায় আবার শীর্ষে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর সংগ্রহ ৭০৪ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বুমরার রেটিং পয়েন্ট ৭০৩। বুমরা বোলারদের ক্রমতালিকায় এক ধাপ নেমে গেলেও অলরাউন্ডারদের ক্রমতালিকায় অনেকটা উঠে এলেন হার্দিক। বুধবার আইসিসি এক দিনের ক্রিকেটের যে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে অলরাউন্ডারদের তালিকায় আট নম্বরে উঠে এসেছেন হার্দিক। ব্যাটারদের ক্রমতালিকাতেও আট ধাপ এগিয়ে ৪২তম স্থানে রয়েছেন তিনি।

Advertisement

১২৫ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে এক দিনের সিরিজ জিতিয়েছেন ঋষভ পন্থ। ব্যাটারদের তালিকায় ২৫ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠে এসেছেন পন্থ। ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন বাবর আজম। চতুর্থ স্থানে বিরাট কোহলী এবং পঞ্চম স্থানে রোহিত শর্মা রয়েছেন। বোলারদের তালিকায় এগিয়েছেন যুজবেন্দ্র চহালও। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে ৭ উইকেট নিয়ে ২০তম স্থান থেকে ১৬তম স্থানে উঠে এসেছেন চহাল।

অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ নেমে প্রথম দশের বাইরে চলে গিয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এক দিনের ক্রিকেটে অলরাউন্ডারদের ক্রমতালিকার ১১তম স্থানে রয়েছেন।

Advertisement
আরও পড়ুন