New Zealand vs England

অ্যাটকিনসনের হ্যাটট্রিক, নিউ ‌জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ভাল জায়গায় ইংল্যান্ড

গাস অ্যাটকিনসনের হ্যাটট্রিকের সৌজন্যে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দাপট দেখাচ্ছে ইংল্যান্ড। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনেই তারা এগিয়ে গিয়েছে ৫৩৩ রানে। এখনও হাতে রয়েছে পাঁচ উইকেট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬:২০
cricket

ইংরেজ বোলার গাস অ্যাটকিনসন। ছবি: সমাজমাধ্যম।

গাস অ্যাটকিনসনের হ্যাটট্রিকের সৌজন্যে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দাপট দেখাচ্ছে ইংল্যান্ড। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনেই তারা এগিয়ে গিয়েছে ৫৩৩ রানে। এখনও হাতে রয়েছে পাঁচ উইকেট। এই ম্যাচ জিতলে নিউ জ়‌িল্যান্ডের মাটিতে সিরিজ়‌ও জিতবে ইংল্যান্ড।

Advertisement

২০১৭ সালের প্রথম ইংরেজ বোলার হিসাবে হ্যাটট্রিক করলেন অ্যাটকিনসন। টেস্টে ইংল্যান্ডের ১৫তম বোলার হিসাবে হ্যাটট্রিক করলেন। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বার হ্যাটট্রিক করেছিলেন মইন আলি। নিউ জ়‌িল্যান্ডের প্রথম ইনিংসের শেষ তিনটি উইকেট নিয়েছেন তিনি। আউট করেছেন নাথান স্মিথ, ম্যাট হেনরি এবং টিম সাউদিকে আউট করেছেন তিনি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮০ রানের জবাবে ১২৫ রানে শেষ হয়ে যায় নিউ জ়িল্যান্ড। অ্যাটকিনসন এবং ব্রাইডন কার্স চারটি করে উইকেট নিয়েছেন। নিউ জ়‌িল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান কেন উইলিয়ামসনের (৩৭)।

সবে মাত্র ১০ নম্বর টেস্ট খেলতে নেমেছেন অ্যাটকিনসন। এর মধ্যেই টেস্টে ১২টি উইকেট (বনাম ওয়েস্ট ইন্ডিজ়‌) যেমন নিয়েছেন, তেমনই শতরানও (বনাম শ্রীলঙ্কা) করেছেন।

ইংল্যান্ডের দুই ব্যাটার শতরান হাতছাড়া করেছেন। ওপেনার বেন ডাকেট আউট হন ৯২ রানে। তিনে নামার জেকব বেথেল ৯৬ করেছেন। জো রুট অপরাজিত ৭৩ রানে। এ ছাড়া অর্ধশতরান করেছেন হ্যারি ব্রুকও।

Advertisement
আরও পড়ুন