ICC ODI World Cup 2023

দ্রাবিড় নন, বিরাটের সাফল্যের চাবি অন্য কারও হাতে, কার নাম করলেন পাকিস্তানের ক্রিকেটার

এ বারের বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটারের সাফল্যের নেপথ্যে দলের কোচ রাহুল দ্রাবিড় নন, উল্টে অন্য এক জনের নাম করলেন পাকিস্তানের এক ক্রিকেটার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ০৮:৪২
Virat Kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। দু’টি ম্যাচ বাদে বাকি সাতটি ম্যাচেই রান করেছেন তিনি। তিন বার শতরানের কাছে পৌঁছেও গিয়েছিলেন বিরাট। ভারতীয় ক্রিকেটারের সাফল্যের চাবি দলের কোচ রাহুল দ্রাবিড় নন বলেই মনে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রজ্জাক। তাঁর মতে, স্ত্রী অনুষ্কা শর্মাই রয়েছেন বিরাটের সাফল্যের নেপথ্যে।

Advertisement

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রজ্জাক বলেন, ‘‘বিরাটের সাফল্যের নেপথ্যে ওর স্ত্রী অনুষ্কা রয়েছে। জীবনের কঠিন পরিস্থিতিতে সব সময় অনুষ্কাকে পাশে পেয়েছে বিরাট। নিজেও বার বার সে কথা বলেছে ও। মাঠে ভাল খেলার জন্য মাঠের বাইরেও মানসিক ভাবে ভাল জায়গায় থাকা প্রয়োজন। স্ত্রীর জন্য বিরাট সেটা পেরেছে। তারই ফল ও পাচ্ছে।’’

বিরাট কোথায় বাকি ক্রিকেটারদের থেকে এগিয়ে সে কথাও জানিয়েছে রজ্জাক। তাঁর মতে, ফিটনেসে সবাইকে টেক্কা দেন ভারতীয় ক্রিকেটার। রজ্জাক বলেন, ‘‘বিরাট কেন সবার সেরা? একটু বুঝিয়ে বলি। বিরাট যা পরিশ্রম করে তার ১০ শতাংশও আমাদের দেশের ক্রিকেটারেরা করে না। ওর ফিটনেস দেখুন। ৯০ রান করার পরেও দৌড়ে রান নেয়। মাঠে এক বারও মনে হয় না ক্লান্ত হয়ে পড়েছে। সেখানেই ও বাকিদের টেক্কা দেয়।’’

এক দিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের শতরানের (৪৯) থেকে একটি শতরান পিছিয়ে বিরাট। রজ্জাক আশা করছেন, কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই সেটা হয়ে যাবে। রজ্জাক বলেন, ‘‘বিরাট যদি নেদারল্যান্ডস, নেপাল, বাংলাদেশ, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে বেশি ম্যাচ খেলতে তা হলে এত দিনে হয়তো ও সচিনের রেকর্ড ভেঙে দিত। আমি আশাবাদী, ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সচিনকে ছুঁয়ে ফেলবে বিরাট।’’

আরও পড়ুন
Advertisement