WTC 2023-25

পয়েন্ট তালিকায় ভারত, অস্ট্রেলিয়া একই জায়গায় থাকলে টেস্ট বিশ্বকাপের ফাইনালে কারা? নিয়ম কী?

দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছে গিয়েছে। ভারত এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট আর পয়েন্ট শতাংশ সমান হলে কোন দল উঠবে ফাইনালে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১১:১২
Team India

ভারতের টেস্ট দল। —ফাইল চিত্র।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াই এখন ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছে গিয়েছে। বাকি দলগুলির মধ্যে খুবই ক্ষীণ সম্ভাবনা রয়েছে একমাত্র শ্রীলঙ্কার। কিন্তু ভারত এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট আর পয়েন্ট শতাংশ সমান হলে কোন দল উঠবে ফাইনালে?

Advertisement

মেলবোর্ন টেস্ট জয়ের পর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সেরা ১৬টি টেস্ট খেলে ১০টিতে জয় পেয়েছেন, দু’টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ১৯২ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১১৮। শতাংশের হিসাবে ৬১.৪৫। তৃতীয় স্থানেই রয়েছে ভারত। তবে পয়েন্ট শতাংশ কমে গিয়েছে রোহিতদের। ১৮টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং ড্র দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ২১৬ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫২.৭৭। ভারতের বাকি রয়েছে আর একটি টেস্ট। অস্ট্রেলিয়া খেলবে আরও তিনটি। যে কারণে দু’দলের পয়েন্ট এবং পয়েন্ট শতাংশ সমান হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারত এবং অস্ট্রেলিয়া এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৯টি করে টেস্ট খেলবে। ফলে দু’দলের সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট হতে পারত ২২৮। কারণ একটি ম্যাচ জিতলে ১২ পয়েন্ট পাওয়া যায়। ভারত যদি সিডনি টেস্ট জিতে নেয় তা হলে তারা ১৯ ম্যাচে ১২৬ পয়েন্ট পাবে। শতাংশের হিসাবে যা ৫৫.২৬। অস্ট্রেলিয়া যদি সিডনিতে হারের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দু’টি ড্র করে তা হলে তাদেরও ১২৬ পয়েন্ট হবে। কারণ এখন তাদের প্রাপ্ত পয়েন্ট ১১৮ এবং ড্র করলে চার পয়েন্ট করে পাওয়া যায়। অর্থাৎ, দু’টি টেস্ট ড্র করে ৮ পয়েন্ট পাবে অস্ট্রেলিয়া। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ারও ১৯ ম্যাচে ১২৬ পয়েন্ট হবে এবং শতাংশের হিসাবেও সমান হবে ভারতের সঙ্গে।

নিয়ম অনুযায়ী, যদি দু’টি দলের পয়েন্ট এবং পয়েন্ট শতাংশ সমান হয়, তা হলে যে দল বেশি টেস্ট সিরিজ় জিতেছে সেই দল ফাইনালে ওঠে। কিন্তু এখানেও ভারত এবং অস্ট্রেলিয়াকে আলাদা করা যাচ্ছে না। দু’টি দলই এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটি করে টেস্ট সিরিজ় জিতেছে। যে কারণে এমন পরিস্থিতিতে দেখা হবে দুই দলের কে বিদেশের মাটিতে বেশি শতাংশ পয়েন্ট পেয়েছে।

ভারত এ বারে বিদেশের মাটিতে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ় (২), দক্ষিণ আফ্রিকা (২) এবং অস্ট্রেলিয়ার (৫) বিরুদ্ধে। যদি সিডনি টেস্ট রোহিত শর্মারা জিতে নেন তা হলে তাঁরা মোট চারটি টেস্ট বিদেশের মাটিতে জিতবেন। ড্র করেছেন দু’টি এবং হেরেছেন তিনটি। ফলে সম্ভাব্য সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে ৫৬ পয়েন্ট পেতে পারে ভারত। শতাংশের হিসাবে হবে ৫১.৮৫।

অস্ট্রেলিয়া বিদেশের মাটিতে ইংল্যান্ড (৫) এবং নিউ জ়িল্যান্ডের (২) বিরুদ্ধে খেলেছে। শ্রীলঙ্কার (২) বিরুদ্ধে খেলা বাকি রয়েছে। যদি অস্ট্রেলিয়া সিডনিতে ভারতের বিরুদ্ধে হারে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি ম্যাচ ড্র হয়, তা হলে তারা বিদেশের মাটিতে চারটি টেস্টে জিতবে, দু’টিতে হারবে এবং তিনটি ড্র করবে। সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে ৬০ পয়েন্ট পাবে তারা। তাতে পয়েন্ট শতাংশ হবে ৫৫.৫৬। ফলে এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।

Advertisement
আরও পড়ুন