মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন সুরেশ রায়না। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৬ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন ধোনি। সেই ম্যাচেই রেকর্ড গড়লেন তিনি। যদিও ম্যাচটি হেরে যায় চেন্নাই।
চেন্নাইয়ের হয়ে ২৩৬টি ম্যাচে ৪৬৯৯ রান করেছেন ধোনি। রায়না ১৭৮ ম্যাচে ৪৬৮৭ রান করেছিলেন। তাঁকে টপকে গেলেন ধোনি। সবচেয়ে বেশি রান করার তালিকায় ধোনি এবং রায়নার পরে রয়েছেন ফ্যাফ ডুপ্লেসি (৯২ ম্যাচে ২৭২১ রান), রুতুরাজ গায়কোয়াড় (৬৮ ম্যাচে ২৪৩৩ রান) এবং রবীন্দ্র জাডেজা (১৭৪ ম্যাচে ১৯৩৯ রান)।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। মাঝে চেন্নাই দু’বছরের জন্য নির্বাসিত ছিল। সেই সময় ধোনি খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। চেন্নাইয়ের হয়ে ২২টি অর্ধশতরান করেছেন ধোনি। তাঁর ব্যাটিং গড় ৪০.৫০। স্ট্রাইক রেট ১৩৯.৪৩।
রেকর্ড গড়ার দিনে যদিও ম্যাচ জিততে পারেননি তিনি। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ১৯৬ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে চেন্নাই থেমে যায় ১৪৬ রানে। ধোনি বেশ অনেকটাই পরে ব্যাট করতে নামছেন। শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, তখন ম্যাচ প্রায় হাতের বাইরে বেরিয়ে গিয়েছে।