ICC Cricket World Cup 2023 Schedule

পাকিস্তানের তিন দাবিই নাকচ! বিশ্বকাপে কোন কোন মাঠে খেলতে হবে বাবরদের?

বিশ্বকাপের সূচি ঘোষণার আগে তিনটি কেন্দ্র বদলের দাবি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সেই দাবি মানেনি আইসিসি। বিশ্বকাপে কোন কোন মাঠে খেলবেন বাবর আজ়মরা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৩:২৭
Babar Azam

বাবর আজ়ম। —ফাইল চিত্র

এক দিনের বিশ্বকাপের সূচি ঘোষণার আগে পাকিস্তান দাবি করেছিল, তিনটি ম্যাচের কেন্দ্র বদল করতে হবে। কিন্তু সেই দাবি মানল না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। খসড়া সূচিকেই মান্যতা দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত সূচিতে দেখা যাচ্ছে, ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে নির্ধারিত কেন্দ্রেই খেলতে হবে বাবর আজ়মদের।

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ—

Advertisement
  • ৬ অক্টোবর কোয়ালিফায়ার ১ (হায়দরাবাদ)
  • ১২ অক্টোবর কোয়ালিফায়ার ২ (হায়দরাবাদ)
  • ১৫ অক্টোবর ভারত (আমদাবাদ)
  • ২০ অক্টোবর অস্ট্রেলিয়া (বেঙ্গালুরু)
  • ২২ অক্টোবর আফগানিস্তান (চেন্নাই)
  • ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা (চেন্নাই)
  • ৩১ অক্টোবর বাংলাদেশ (কলকাতা)
  • ৪ নভেম্বর নিউজিল্যান্ড (বেঙ্গালুরু)
  • ১২ নভেম্বর ইংল্যান্ড (কলকাতা)
বিশ্বকাপে পাকিস্তানের সূচি।

বিশ্বকাপে পাকিস্তানের সূচি। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

খসড়া সূচিতে ছিল, ভারতের বিরুদ্ধে আমদাবাদে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ও আফগানিস্তানের বিরুদ্ধে চেন্নাইয়ে খেলতে হবে পাকিস্তানকে। তাতে রাজি ছিলেন না বাবররা। পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছিল, সুরক্ষার কারণে আমদাবাদে খেলবে না তারা। চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে আফগানিস্তান ও বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতেও আপত্তি জানায় তারা। চেন্নাই ও বেঙ্গালুরুর ম্যাচ অদল-বদল করার দাবি জানায় তারা। আমদাবাদের ম্যাচ পারলে কলকাতায় স্থানান্তরিত করার প্রস্তাবও দেয় পাকিস্তান। কিন্তু সেই দাবি মানা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement