ICC Cricket World Cup 2023 Schedule

বিশ্বকাপে ভারতের খেলা কবে, কোথায়? প্রতিপক্ষ কারা? রোহিতদের ম্যাচের সম্পূর্ণ সূচি

এক দিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষিত। ভারত কবে, কোথায়, কার বিরুদ্ধে খেলবে সেই দিনও জানা গিয়েছে। গ্রুপ পর্বে মোট ন’টি ম্যাচ খেলতে হবে রোহিত শর্মাদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১২:৩৫
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র

ভারতের মাটিতে এক দিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষিত হয়ে গেল। ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ভারত প্রথম মাঠে নামবে ৮ অক্টোবর। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফাইনাল ১৯ নভেম্বর।

গ্রুপ পর্বে ভারতের ম্যাচের সূচি—

Advertisement
  • বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই
  • বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি
  • বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আমদাবাদ
  • বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুণে
  • বনাম নিউ জ়িল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা
  • বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ
  • বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই
  • বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা
  • বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু
ভারতের সূচি

ভারতের সূচি গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এ বারের বিশ্বকাপে মোট ১২টি স্টেডিয়ামে হবে খেলা। গ্রুপ পর্বে ভারতের ন’টি খেলা আলাদা আলাদা স্টেডিয়ামে রাখা হয়েছে। প্রায় গোটা ভারত জুড়ে খেলতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের।

Advertisement
আরও পড়ুন