ম্যাচ জিতে ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই
পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকাকে ইডেন গার্ডেন্সে উড়িয়ে দিল প্রথম স্থানে থাকা ভারত। একপেশে ম্যাচে দাঁড়াতে পারল না দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে দাপট দেখালেন রোহিত শর্মারা। ইডেনে ভারতের জয়ের নেপথ্যের প্রধান পাঁচ কারণ তুলে ধরল আনন্দবাজার অনলাইন।
১) ইডেনে গুরুত্বপূর্ণ টস জেতেন রোহিত। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। এ বারের প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ভাল খেললেও পরে ব্যাট করতে গিয়ে সমস্যায় পড়েছে। সেটাই দেখা গেল ইডেনে। সেই কারণে ইডেনে টস জেতায় অনেকটাই সুবিধা হয়ে যায় ভারতের।
২) ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন রোহিত। ইডেনের উইকেটে বোলারেরা সাহায্য পাচ্ছিলেন। কিন্তু তার মাঝেই ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন রোহিত। সেই শুরুর ফলে মাঝের ওভারে ধীরে খেলতে পারে ভারত। রোহিত সেই শুরুটা না দিলে সমস্যায় পড়তে পারতেন পরের দিকের ব্যাটারেরা।
৩) জন্মদিনে শতরান করলেন বিরাট কোহলি। চলতি প্রতিযোগিতায় তিনটি ম্যাচে শতরান হাতছাড়া করেছেন তিনি। কিন্তু এই ম্যাচে করলেন না। শেষ পর্যন্ত টিকে থাকলেন তিনি। বিরাটের ব্যাটে ভর করে ৩০০ রান পার করে ভারত। তাতেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
৪) বল হাতে ঘরের মাঠে ভাল বল করলেন মহম্মদ শামি। ২ উইকেট নিলেন তিনি। কিন্তু তার মধ্যে রাসি ভ্যান ডার ডুসেন ও আইডেন মার্করামের উইকেট রয়েছে। দু’জন ফর্মে থাকা ব্যাটার রান না পাওয়ায় সমস্যায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
৫) ইডেনের উইকেটে দুরন্ত বল করলেন রবীন্দ্র জাডেজা। ৫ উইকেট নিলেন তিনি। জাডেজা বল করতে আসার পরে হাত খুলে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটার। ভারতের প্রথম স্পিনার হিসাবে বিশ্বকাপে ৫ উইকেট নিলেন জাডেজা। তাঁর বোলিং জেতাল দলকে।