(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি। —ফাইল চিত্র।
গত বছর ব্যাটে একেবারেই রান ছিল না রোহিত শর্মা ও বিরাট কোহলির। বিশেষ করে টেস্টে ব্যর্থ ভারতের দুই সেরা ব্যাটার। রোহিত তাঁর শেষ আটটি টেস্টে ১০.৮৩ গড়ে ১৬৪ রান করেছেন। কোহলি শেষ ১০টি ইনিংসে ২২.৪৭ গড়ে ৩৮২ রান করেছেন। নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজ়ের পরেই রোহিত ও কোহলির অবসরের জল্পনা শোনা যাচ্ছিল। তবে আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁরা। এই প্রতিযোগিতার জন্যই কি বাঁচলেন দুই ক্রিকেটার?
শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। ১৫ জনের দলে অধিনায়ক রোহিত। রয়েছেন কোহলিও। সেখানেই নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভাবছেন তাঁরা। আগরকর বলেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি আর এক মাস বাকি। এরা প্রত্যেকেই এক দিনের ক্রিকেটে দুর্দান্ত ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরে আমরা আলোচনায় বসব। কিন্তু এখন শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই আমাদের লক্ষ্য।” আগরকরের কথায় স্পষ্ট, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই এখন কোনও ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন না তাঁরা।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ৯ মার্চ পর্যন্ত। অর্থাৎ, দু’মাস পরেই রোহিত, কোহলিদের নিয়ে আলোচনায় বসবেন আগরকরেরা। নির্বাচক প্রধান স্পষ্ট করে দিয়েছেন, কোনও এক বা দু’জন ক্রিকেটার নন, বেশ কয়েকটি বিষয়েই আলোচনায় বসবেন তাঁরা। আগরকর বলেছেন, “এক বা দু’জন ক্রিকেটারকে নিয়েই শুধু আলোচনা করব না। সামনের দিনে আমরা কোন পথে এগোব, তা নিয়েও আলোচনা হবে। তবে সে সব চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরে।” তা হলে কি দু’মাস পরেই স্পষ্ট হবে রোহিত, কোহলির ভাগ্য?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ ফর্মের কারণে শেষ টেস্টে খেলেননি রোহিত। তার পরে তাঁর অবসরের জল্পনা তুঙ্গে ওঠে। যদিও সেই টেস্ট চলাকালীন রোহিত স্পষ্ট করে দেন, দলের স্বার্থে শুধু একটি টেস্টে তিনি বাইরে বসেছেন। এখনই অবসর নেওয়ার কোনও সম্ভাবনা তাঁর নেই। পাশাপাশি কোহলিও অবসর নিয়ে কোনও ইঙ্গিত দেননি। বিশেষজ্ঞদের অনেকেই জানিয়েছেন, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত খেলতে চাইছেন দুই ক্রিকেটার। এখন দেখার চ্যাম্পিয়ন্স ট্রফির পরে দু’জনের ভবিষ্যৎ নিয়ে আগরকরেরা কোনও সিদ্ধান্ত নেন কি না।